Ajker Patrika

সরিয়ে দেওয়া হলো শোয়েবকে অপমান করা উপস্থাপককে 

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৫১
সরিয়ে দেওয়া হলো শোয়েবকে অপমান করা উপস্থাপককে 

পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির সরাসরি টকশোতে উপস্থাপকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় কোটি মানুষের সামনে পদত্যাগ করেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। সেই অনুষ্ঠানের পর পাকিস্তানিদের ‘চোখের বালি’ হয়েছেন উপস্থাপক ড. নোমান নিয়াজ। 

নিউজিল্যান্ড ম্যাচের পর পাকিস্তানের জাতীয় টেলিভিশন পিটিভির ম্যাচ বিশ্লেষণধর্মী ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে অতিথি ছিলেন শোয়েব আখতার। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস ও ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। 

আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফের উঠে আসার কৃতিত্বটা পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে দিয়েছিলেন শোয়েব, যা মোটেও পছন্দ হয়নি উপস্থাপক ড. নোমান নিয়াজের। সরাসরি অনুষ্ঠানে শোয়েবের উদ্দেশে নোমান বলেন, ‘আপনি একটু বাড়াবাড়ি করেছেন। আমি বলতে চাইছিলাম না তবু বলতে হচ্ছে, যদি আপনি নিজেকে বেশি চালাক ভাবেন, তাহলে এই অনুষ্ঠান থেকে বের হয়ে যান। সরাসরি অনুষ্ঠানেই আমি এটা বলছি।’ পরে বিরতি শেষে অনুষ্ঠান থেকে পদত্যাগ করেন শোয়েব। 

বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে টেলিভিশন কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শোয়েব ও নোমান নিয়াজ-দুজনকেই অনুষ্ঠানের বাইরে রাখার ঘোষণা দিয়েছে পিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পিটিভি কর্তৃপক্ষ বলেছে, ‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শোয়েব আখতার ও নোমান নিয়াজ দুজনকেই অনুষ্ঠানের বাইরে রাখা হবে।’

ঠিক কী কারণে সরাসরি বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন শোয়েব ও নিয়াজ; বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য দুজনকেই তলব করেছে তদন্ত কমিটি। তবে কমিটির সামনে আসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন শোয়েব। টুইটারে লিখেছেন,  ‘পাকিস্তানের কোটি মানুষ দেখেছে আমার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে কী আচরণ করা হয়েছে। পিটিভি কী পাগল? আমাকে অনুষ্ঠানের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়ার তারা কে?’

শোয়েব-নিয়াজের এই বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। রাজনীতিবিদ, সাংবাদিকেরা একে অপরের দিকে কথা ছুড়ছেন। পাকিস্তানের সংসদ সদস্য ফয়সাল জাভেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ এটা আমাদের মান-ইজ্জতের বিষয়। একদিকে আমাদের জাতীয় নায়ক, অন্যদিকে আমাদের জাতীয় টেলিভিশন। যেভাবে বিষয়টাকে সামলানো হয়েছে সেটা ভীষণ অপেশাদার। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের কারণে যখন সবাই পাকিস্তান জাতীয় দলের প্রশংসা করছে, তখন কীভাবে এই কাণ্ড হয়? আমাদের জাতীয় নায়কদের সম্মান দেওয়া শিখতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত