মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান এখন আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না বললেই চলে। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে চলছে তীব্র লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব আখতার।
কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। গতকাল নিজের অফিশিয়াল এক্স পোস্টে খবরটি নিজেই নিশ্চিত করেছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের আচরণ নিয়ে মন্তব্য করেছেন দাবিতে তাঁর ছবিযুক্ত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফটোকার্ডে দাবি করা হচ্ছে, শোয়েব আখতার বলেছেন, ‘বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ছেলেদের খেলা দেখে মনে হয়, বাড়িতে বাবা মা শিক্ষা দেয়নি।’
ভারত–পাকিস্তান ম্যাচ শেষেই খোঁচার জবাব পেয়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক পেসার যাঁকে নিয়ে খোঁচা মেরেছিলেন সেই শচীন টেন্ডুলকারই ম্যাচ শেষে মজার ছলে জবাব দিয়েছিলেন। তবে ভারতীয় কিংবদন্তির জবাবটা পছন্দ হয়নি শ্রীশান্তের। তাই এবার নিজেই শোয়েবকে জবাব দিয়েছেন।