দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে ৩৪ বছর চলছে তাঁর। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, আরও এক দশক খেলতে পারেন এই ভারতীয় ব্যাটার। এমনকি কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব সংস্করণে ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারবে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
গতকাল দোহায় লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে শোয়েব আখতার সাইডলাইনে বসে বলেন, ’ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’
গত এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর সেঞ্চুরির খরা ঘুচেছে কোহলির। ইতিমধ্যে সব সংস্করণেও সেই অপেক্ষা দূর হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭৫টি। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ৪৬টি। আর ৩ সেঞ্চুরি করলেই তিনি এই রেকর্ডে ছুঁয়ে ফেলবেন শচীনকে।
তবে শোয়েব মনে করেন, তাঁদের সময়ে খেললে এত বেশি সেঞ্চুরি করতে পারতেন না কোহলি। তিনি বলেছেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনিস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’
তিনি আরও বলেছেন, ‘সে যদি আমাদের সময়ে থাকত তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’
দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দিয়েছেন বিরাট কোহলি। বর্তমানে ৩৪ বছর চলছে তাঁর। তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার মনে করেন, আরও এক দশক খেলতে পারেন এই ভারতীয় ব্যাটার। এমনকি কোহলি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সব সংস্করণে ১০০ সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারবে মনে করেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।
গতকাল দোহায় লিজেন্ডস ক্রিকেটের ফাইনালে শোয়েব আখতার সাইডলাইনে বসে বলেন, ’ ৪৩ বছর বয়স পর্যন্ত খেলার জন্য বিরাট কোহলির প্রতি আমার আবেদন থাকল। তুমি হয়তো আরও ৯ বছর খেলতে পারবে। ভারত তোমাকে হুইলচেয়ারে বসিয়ে হলেও খেলাবে এবং তারা তোমাকে ১০০ তম সেঞ্চুরিতে পৌঁছে দেবে। আমি মনে করি, সে অবসরের আগে কমপক্ষে ১১০টি সেঞ্চুরি করতে পারে।’
গত এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর সেঞ্চুরির খরা ঘুচেছে কোহলির। ইতিমধ্যে সব সংস্করণেও সেই অপেক্ষা দূর হয়েছে সাবেক ভারতীয় অধিনায়ক। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৭৫টি। তার মধ্যে ওয়ানডেতে করেছেন ৪৬টি। আর ৩ সেঞ্চুরি করলেই তিনি এই রেকর্ডে ছুঁয়ে ফেলবেন শচীনকে।
তবে শোয়েব মনে করেন, তাঁদের সময়ে খেললে এত বেশি সেঞ্চুরি করতে পারতেন না কোহলি। তিনি বলেছেন, ‘যদি আমি, ওয়াকার (ইউনিস) ও ওয়াসিম (আকরাম) ভাই আমাদের সেরা সময়ে থাকতাম, তাহলে বিরাটের মুশকিল হতো এত সেঞ্চুরি করা। আমরা প্রচুর স্লেজিং করতাম এবং পাঞ্জাবি বিধায় সে-ও প্রতিক্রিয়া দেখাত।’
তিনি আরও বলেছেন, ‘সে যদি আমাদের সময়ে থাকত তাহলে সে এই ৭০ সেঞ্চুরি পেত না। হয়তো সে ৩০-৫০টি সেঞ্চুরি করত। তবে প্রত্যেকটি সেঞ্চুরি হতো ভিন্ন ক্লাসের। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, সুনীল গাভাস্কার সর্বকালের সেরা, তিনি আশির দশকের বোলারদের বিপক্ষে খেলতেন।’
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩৩ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে