চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই বড় এক ধাক্কা খেয়েছে দ্বিতীয় ম্যাচে, যে ধাক্কায় এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পথে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ৪ উইকেটে হারার পর গতকাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১ রানে হেরেছে পাকিস্তান। দলের এমন হারে বেজায় চটেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট থেকে পাকিস্তান বিদায় নেবে এটা আগে থেকেই বলে আসছেন এমন দাবিও করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।
আর আজ নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে খ্যাত এই গতিতারকা জানিয়েছেন, সেমিফাইনালেই বিদায় নেবে ভারত। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ গতির বোলার।
শোয়েব বলেছেন, ‘এটি সত্যিই হতাশাজনক। আমি আগেই বলেছি, পাকিস্তান এ সপ্তাহেই দেশে ফিরবে। আর ভারত দেশে ফিরবে সেমিফাইনাল খেলে। কারণ, ভারতের এই দলটাও ভালো নয়।’ শোয়েবের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে আগামী ৯ নভেম্বর কিংবা ১০ নভেম্বর বিদায় নেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
টুর্নামেন্টে বাবরের অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েও কথা বলেছেন শোয়েব। বাবরের বিষয়ে অবশ্য নতুন করে সমালোচনা করছেন না পাকিস্তানের সাবেক এই গতিতারকা। অনেক আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেছেন, ‘তিনে ব্যাটিং করা উচিত বাবরের। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসে একটি বড় ত্রুটি ছিল। তার চেয়েও বড় ত্রুটি ছিল অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টে। আমরা তোমাকে সমর্থন করছি, কিন্তু তুমি এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছ? তুমি টুর্নামেন্টে একাই হাঁটতে পার না। আর এমনটা আশা করতে পার না যে প্রতিপক্ষরা তোমাকে জিতিয়ে দেবে।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। সেই ম্যাচের ধাক্কা সামলে ওঠার আগেই বড় এক ধাক্কা খেয়েছে দ্বিতীয় ম্যাচে, যে ধাক্কায় এখন টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পথে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ৪ উইকেটে হারার পর গতকাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে ১ রানে হেরেছে পাকিস্তান। দলের এমন হারে বেজায় চটেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট থেকে পাকিস্তান বিদায় নেবে এটা আগে থেকেই বলে আসছেন এমন দাবিও করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।
আর আজ নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন শোয়েব। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে খ্যাত এই গতিতারকা জানিয়েছেন, সেমিফাইনালেই বিদায় নেবে ভারত। নিজের ইউটিউব চ্যানেলে এমনটিই জানিয়েছেন বিশ্বের সর্বোচ্চ গতির বোলার।
শোয়েব বলেছেন, ‘এটি সত্যিই হতাশাজনক। আমি আগেই বলেছি, পাকিস্তান এ সপ্তাহেই দেশে ফিরবে। আর ভারত দেশে ফিরবে সেমিফাইনাল খেলে। কারণ, ভারতের এই দলটাও ভালো নয়।’ শোয়েবের ভবিষ্যদ্বাণী যদি সত্যি হয়, তাহলে আগামী ৯ নভেম্বর কিংবা ১০ নভেম্বর বিদায় নেবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
টুর্নামেন্টে বাবরের অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েও কথা বলেছেন শোয়েব। বাবরের বিষয়ে অবশ্য নতুন করে সমালোচনা করছেন না পাকিস্তানের সাবেক এই গতিতারকা। অনেক আগে থেকেই তাঁর সমালোচনা করে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব বলেছেন, ‘তিনে ব্যাটিং করা উচিত বাবরের। শাহীন শাহ আফ্রিদির ফিটনেসে একটি বড় ত্রুটি ছিল। তার চেয়েও বড় ত্রুটি ছিল অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টে। আমরা তোমাকে সমর্থন করছি, কিন্তু তুমি এটা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছ? তুমি টুর্নামেন্টে একাই হাঁটতে পার না। আর এমনটা আশা করতে পার না যে প্রতিপক্ষরা তোমাকে জিতিয়ে দেবে।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৩ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে