Ajker Patrika

কোহলির শততম সেঞ্চুরির সম্ভাবনা দেখছেন শোয়েব আখতার 

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৫: ০৪
কোহলির শততম সেঞ্চুরির সম্ভাবনা দেখছেন শোয়েব আখতার 

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ডে রিকি পন্টিংকে তো ছাড়িয়ে গেছেন আগেই। কোহলির সামনে এখন শুধু শততম সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকার। শোয়েব আখতার মনে করেন, শচীনকে ছুঁতে পারবেন কোহলি।

সেঞ্চুরিকে ‘ডালভাত’ বানিয়ে ফেলা কোহলি মাঝে অবশ্য নিজেকে হারিয়ে খুঁজছিলেন। ২০১৯-এর নভেম্বরের পর ২০২২-এর সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এরপর থেকে কোহলি তিন অঙ্ক ছুঁয়ে ফেলছেন হরহামেশাই। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির সেঞ্চুরি এখন ৭৫। আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তিন অঙ্ক ছুঁয়েছেন ভারতীয় এই ব্যাটার।

রেকর্ড গড়তে কোহলিকে শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে বলেছেন শোয়েব। পাকিস্তানের এই পেসারের মতে, টি-টোয়েন্টি খেললে শরীরের ওপর অনেক ধকল যায়। স্পোর্টস তাককে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব, তার শুধু টেস্ট ও ওয়ানডে খেলা উচিত। সে টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে চায়। তবে টি-টোয়েন্টিতে শরীরের ওপর অনেক ধকল যায়। শরীরের কথাও তার ভাবতে হবে। এখনো সে ৬ থেকে ৮ বছর খেলে যেতে পারবে। যদি সে ৩০-৩৫টি টেস্ট ম্যাচ খেলে, আমি নিশ্চিত এই ম্যাচগুলোতেই সে ২৫ সেঞ্চুরি পেয়ে যাবে।’

‘সেঞ্চুরির সেঞ্চুরি’ থেকে কোহলি দূরে থাকলেও ওয়ানডেতে শচীনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন। ওয়ানডেতে শচীনের সেঞ্চুরি ৪৯ আর ৪৬ সেঞ্চুরি কোহলির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত