Ajker Patrika

ভারতের দোষ নেই, আমরাই নিজেদের ক্ষতি করেছি: শোয়েব আখতার 

ভারতের দোষ নেই, আমরাই নিজেদের ক্ষতি করেছি: শোয়েব আখতার 

সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে তো সব ম্যাচ জিততেই হবে। এমনকি অন্যান্য দলের ওপরও নির্ভর করতে হবে পাকিস্তানকে। শোয়েব আখতারের মতে, নিজেদের দোষেই পাকিস্তান এখন ‘পরনির্ভরশীল’।

গতকাল পার্থে দিনের প্রথম খেলায় নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে এই বিশ্বকাপে প্রথম জয় পায় পাকিস্তান। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারত-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারত জিতলে কিছুটা লাভবান হতো পাকিস্তান। তবে ভারত হেরে যায় ৫ উইকেটে এবং পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে যায়।

পাকিস্তানের এই অবস্থার জন্য নিজেরাই দায়ী বলে মনে করেন শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আসলে নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করেছি। এখানে ভারতের কোনো দোষ নেই। বাজে খেলে আমরা নিজেদের ভাগ্য অন্যের হাতে ছেড়ে দিয়েছি। আমি চাচ্ছিলাম ভারত যেন ভালো খেলে।’

গতকাল আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। ভারতের ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করেছেন শোয়েব। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকারও প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের বক্তব্য, ‘এই ধরনের পিচে খেলা সহজ না এবং ভারত খুবই হতাশ করেছে। যদি তাদের ব্যাটাররা তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে খেলত, তাহলে ১৫০ ম্যাচজয়ী স্কোর হতো। তবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ক্রিকেটাররা দারুণ খেলেছে। মিলার, মারক্রাম দুর্দান্ত খেলেছে। লুঙ্গি এনগিডি দারুণ খেলেছে। বেশি গতি না দিয়ে শর্ট বলে সে উইকেটগুলে পেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত