নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা বলতে গেলে একেবারেই শেষ। এখন একটি জয়ই পারে মাহমুদউল্লাহদের হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে। আজ তেমন এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
এমনিতেই বাংলাদেশের অবস্থা খাদের কিনারে। সেই চাপ আরও বাড়িয়েছে টুর্নামেন্টের মাঝখানে সাকিব আল হাসানকে হারানোয়। নুরুল হাসান সোহানও তলপেটে পাওয়া চোট থেকে সেরে ওঠেননি। সাকিবের বদলি পাওয়া সহজ নয়। বাঁহাতি অলরাউন্ডার দলে থাকা মানে ব্যাট-বল দুই বিভাগেই নির্ভরতা দেওয়া। সাকিবের জায়গায় আজ সেই দায়িত্ব বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শামীম হোসেনের ছোট্ট কাঁধে। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমানও। দলের সেরা পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই দুটি। তবে অপরিবর্তিত দল নিয়েই নেমেছে দক্ষিণ আফ্রিকা।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কেপটাউনে সেদিন শুরুতে তিন উইেকট হারালেও আফতাব আহমেদের ঝড়ে ৪.২ ওভারেই ৫৮ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। পুরো বিশ্বকাপে পাওয়ার প্লেতে ভোগা বাংলাদেশ আজ নিশ্চয় এমন শুরুই করতে চাইবে।
বাংলাদেশ:
লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।
বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা বলতে গেলে একেবারেই শেষ। এখন একটি জয়ই পারে মাহমুদউল্লাহদের হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে। আজ তেমন এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।
এমনিতেই বাংলাদেশের অবস্থা খাদের কিনারে। সেই চাপ আরও বাড়িয়েছে টুর্নামেন্টের মাঝখানে সাকিব আল হাসানকে হারানোয়। নুরুল হাসান সোহানও তলপেটে পাওয়া চোট থেকে সেরে ওঠেননি। সাকিবের বদলি পাওয়া সহজ নয়। বাঁহাতি অলরাউন্ডার দলে থাকা মানে ব্যাট-বল দুই বিভাগেই নির্ভরতা দেওয়া। সাকিবের জায়গায় আজ সেই দায়িত্ব বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শামীম হোসেনের ছোট্ট কাঁধে। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমানও। দলের সেরা পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই দুটি। তবে অপরিবর্তিত দল নিয়েই নেমেছে দক্ষিণ আফ্রিকা।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কেপটাউনে সেদিন শুরুতে তিন উইেকট হারালেও আফতাব আহমেদের ঝড়ে ৪.২ ওভারেই ৫৮ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। পুরো বিশ্বকাপে পাওয়ার প্লেতে ভোগা বাংলাদেশ আজ নিশ্চয় এমন শুরুই করতে চাইবে।
বাংলাদেশ:
লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩১ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে