Ajker Patrika

সাকিব-মোস্তাফিজকে ছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ১৭
সাকিব-মোস্তাফিজকে ছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা বলতে গেলে একেবারেই শেষ। এখন একটি জয়ই পারে মাহমুদউল্লাহদের হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে। আজ তেমন এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

এমনিতেই বাংলাদেশের অবস্থা খাদের কিনারে। সেই চাপ আরও বাড়িয়েছে টুর্নামেন্টের মাঝখানে সাকিব আল হাসানকে হারানোয়। নুরুল হাসান সোহানও তলপেটে পাওয়া চোট থেকে সেরে ওঠেননি। সাকিবের বদলি পাওয়া সহজ নয়। বাঁহাতি অলরাউন্ডার দলে থাকা মানে ব্যাট-বল দুই বিভাগেই নির্ভরতা দেওয়া। সাকিবের জায়গায় আজ সেই দায়িত্ব বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পাওয়া শামীম হোসেনের ছোট্ট কাঁধে। একাদশ থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমানও। দলের সেরা পেসারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই দুটি। তবে অপরিবর্তিত দল নিয়েই নেমেছে দক্ষিণ আফ্রিকা।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কেপটাউনে সেদিন শুরুতে তিন উইেকট হারালেও আফতাব আহমেদের ঝড়ে ৪.২ ওভারেই ৫৮ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। পুরো বিশ্বকাপে পাওয়ার প্লেতে ভোগা বাংলাদেশ আজ নিশ্চয় এমন শুরুই করতে চাইবে।

বাংলাদেশ:  
লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, শামীম হোসেন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত