Ajker Patrika

ভারতের ‘বিদায়ঘণ্টা’ শুনছেন শেবাগ 

ভারতের ‘বিদায়ঘণ্টা’ শুনছেন শেবাগ 

নিউজিল্যান্ডের কাছে গতকাল ৮ উইকেটে হারের পর এখনো সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে ভারতের। শেষ চারে খেলতে হলে বাকি তিন ম্যাচ তো জিততে হবেই, সঙ্গে বিরাট কোহলিদের প্রার্থনায় থাকতে হবে যেন অঘটনের শিকার হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। তবে বীরেন্দ্রের শেবাগ বলছেন ভারতের যা ক্ষতি হওয়ার তা গতকালকেই হয়ে গেছে। 

সুপার টুয়েলভে ভারতের পরের তিন প্রতিপক্ষ তুলনামূলক ‘সহজ’ দল আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। নিজেদের শেষ তিন ম্যাচে একই প্রতিপক্ষ পাচ্ছে নিউজিল্যান্ডও। পাকিস্তানের সমীকরণ আরও সহজ। প্রথম তিন ম্যাচে জয় পাওয়া বাবর আজমরা খেলবেন স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে।

গ্রুপে ভারতের কঠিন দুই প্রতিপক্ষ ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুই ম্যাচেই কোহলিরা হেরেছেন ১০ ও ৮ উইকেটের বেশ বড় দুই ব্যবধানে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যেন ছিল অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’। 

কাল সেই হারের পর ভারতের সেমিতে খেলার সম্ভাবনা দেখছেন না শেবাগ। ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ভারতের শারীরিক ভাষা, শট নির্বাচন-সব কিছু মিলিয়ে এমন বাজে অবস্থা খুব কম দেখা গেছে অতীতে। নিউজিল্যান্ড বলতে গেলে ভারতকে বিদায় করে দিয়েছে। হারটা নিশ্চিতভাবে ভারতকে কষ্ট দিচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত