সুপার টুয়েলভসে যেতে বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ
ওমানের বিপক্ষে গতকাল ২৬ রানের জয়ে গুরুত্বপূর্ণ এক জয় পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের রাউন্ড অর্থাৎ, সুপার টুয়েলভসে খেলতে হলেও আরও একটি জয় দরকার মাহমুদউল্লাহর দলের। পাপুয়া নিউগিনির বিপক্ষে আগামীকালের ম্যাচে শুধু জিতলেই হচ্ছে না, জয়টা হতে হবে অন্তত তিন রানের বা তিন বল আগেই।