Ajker Patrika

প্রয়োজনে নিজেকে একাদশ থেকে সরিয়ে রাখবেন মরগান!

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১২: ৫৯
প্রয়োজনে নিজেকে একাদশ থেকে সরিয়ে রাখবেন মরগান!

ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। এখনো ইংলিশদের নেতৃত্বে আছেন তিনি। তবে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। বিশেষ করে ব্যাটিংয়ে। সাম্প্রতিক সময়ে ফর্মটা বেশ পড়তির দিকে। এরই মধ্যে বেশ সমালোচনার মুখেও পড়েছেন তিনি। 

এবারের বিশ্বকাপেও ইংলিশদের নেতৃত্বের গুরুদায়িত্ব থাকছে মরগানের কাঁধে। চারদিক থেকে সমালোচনা কানে গেছে তাঁরও। এ জন্য জানিয়েছেন, নিজেকে কখনোই দলের বোঝা বানাতে রাজি নন তিনি। এর জন্য বিকল্প পরিকল্পনার কথাও জানিয়েছেন মরগান। ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ সাত টি-টোয়েন্টিতে ৮২ রান করেছেন তিনি। আইপিএলেও রান পেতে হাপিত্যেশ করতে হয়েছে। ১১.০৮ গড়ে করতে পেরেছেন ১৩৩ রান। 

তবে মরগানের ক্যারিয়ার রেকর্ড কিন্তু ভিন্ন কথাই বলছে। ১০৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৩৮.২৫। গতকাল ইংল্যান্ডের বিশ্বকাপযাত্রা নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ব্যাপারগুলো উঠে আসে। মরগান নিজেকেই সেরা একাদশ থেকে বসানোর ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, ‘বিকল্প পরিকল্পনা সব সময়ই তৈরি আছে। বিশ্বকাপ জেতার পথে আমি কখনোই দলের অন্তরায় হয়ে দাঁড়াব না।’ 

নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে মরগান বলেছেন, ‘এই মুহূর্তে আমি প্রত্যাশিত ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভালো করছি বলেই মনে করি। অধিনায়কত্বটা আমি উপভোগ করি। এক সময় ব্যাটিং ও অধিনায়কত্ব—দুটোই আমি সামলেছি। বরাবরই এই দুটোকে আলাদা পরীক্ষা হিসেবে দেখেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত