ক্রীড়া ডেস্ক
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরের শিরোপাই এখন পর্যন্ত একমাত্র ভারতের। পরের পাঁচ আসরে আর এই সংস্করণের শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তাদের। তবে এবার ভারতকে ফেবারিট বলছেন অনেক ক্রিকেটবোদ্ধাই। এবার সেই দলে যোগ দিলেন স্টিভ স্মিথ।
গতকাল মূল লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন স্মিথ। সেটা যে কোনো কাজে আসেনি, ৯ উইকেটের হারেই প্রমাণিত। ম্যাচ শেষে স্মিথ অবশ্য স্বীকার করেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার বড় দাবিদার ভারত।
প্রতিপক্ষ ভারতকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন স্মিথ। বলেছেন, ‘তারা দুর্দান্ত একটি দল। প্রতিটি জায়গায় তারা আটঘাট বেঁধেই এসেছে। প্রতিটি পজিশনে ম্যাচ বের করে আনার মতো সেরা খেলোয়াড় আছে।’
আইপিএল খেলেই ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি সংস্করণ বেশ ভালো রপ্ত করেছেন। বিশ্বকাপের আগে টুর্নামেন্টটির দ্বিতীয় পর্ব আরব আমিরাতে হওয়ায় কন্ডিশনের সঙ্গেও দারুণ মানিয়ে নিয়েছেন ভারতীয় খেলোয়াড়েরা। সেটা উল্লেখ করে স্মিথ বলেছেন, ‘শেষ কয়েক মাস ধরে তারা সবাই এখানে খেলছে। সেই অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই বিশ্বকাপে কাজে লাগাবে তারা।’
আইপিএলে খেলেছেন স্মিথ নিজেও। তবে রান পাননি ব্যাটে। অনেক দিন পর ব্যাটে রান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বলে মনে করেন স্মিথ, ‘আমার মনে হচ্ছে, বলকে খুব ভালো মারতে পারছি। আইপিএলে এবার খুব বেশি ম্যাচ খেলা না হলেও নেটে অনেক সময় কাটিয়েছি। ব্যাটিং নিয়ে কাজ করেছি। একই সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও ছিল।’
সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ২৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবেন স্মিথরা।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরের শিরোপাই এখন পর্যন্ত একমাত্র ভারতের। পরের পাঁচ আসরে আর এই সংস্করণের শিরোপা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি তাদের। তবে এবার ভারতকে ফেবারিট বলছেন অনেক ক্রিকেটবোদ্ধাই। এবার সেই দলে যোগ দিলেন স্টিভ স্মিথ।
গতকাল মূল লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে কোনো পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন স্মিথ। সেটা যে কোনো কাজে আসেনি, ৯ উইকেটের হারেই প্রমাণিত। ম্যাচ শেষে স্মিথ অবশ্য স্বীকার করেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার বড় দাবিদার ভারত।
প্রতিপক্ষ ভারতকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন স্মিথ। বলেছেন, ‘তারা দুর্দান্ত একটি দল। প্রতিটি জায়গায় তারা আটঘাট বেঁধেই এসেছে। প্রতিটি পজিশনে ম্যাচ বের করে আনার মতো সেরা খেলোয়াড় আছে।’
আইপিএল খেলেই ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি সংস্করণ বেশ ভালো রপ্ত করেছেন। বিশ্বকাপের আগে টুর্নামেন্টটির দ্বিতীয় পর্ব আরব আমিরাতে হওয়ায় কন্ডিশনের সঙ্গেও দারুণ মানিয়ে নিয়েছেন ভারতীয় খেলোয়াড়েরা। সেটা উল্লেখ করে স্মিথ বলেছেন, ‘শেষ কয়েক মাস ধরে তারা সবাই এখানে খেলছে। সেই অভিজ্ঞতাটা নিশ্চিতভাবেই বিশ্বকাপে কাজে লাগাবে তারা।’
আইপিএলে খেলেছেন স্মিথ নিজেও। তবে রান পাননি ব্যাটে। অনেক দিন পর ব্যাটে রান পেয়ে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বলে মনে করেন স্মিথ, ‘আমার মনে হচ্ছে, বলকে খুব ভালো মারতে পারছি। আইপিএলে এবার খুব বেশি ম্যাচ খেলা না হলেও নেটে অনেক সময় কাটিয়েছি। ব্যাটিং নিয়ে কাজ করেছি। একই সঙ্গে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টাও ছিল।’
সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ২৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবেন স্মিথরা।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে