Ajker Patrika

জিতে বাংলাদেশের কাজটা কঠিন করল স্কটল্যান্ড

জিতে বাংলাদেশের কাজটা কঠিন করল স্কটল্যান্ড

স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের। 

এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে। 

ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।

এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া। 

টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর : 

স্কটল্যান্ড 
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি 
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত