স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৫ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৫ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৮ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৮ ঘণ্টা আগে