Ajker Patrika

সুপার টুয়েলভসের টিকিট পেল শ্রীলঙ্কা 

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১১: ৪১
সুপার টুয়েলভসের টিকিট পেল শ্রীলঙ্কা 

৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভসের টিকিট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। 

আবুধাবিতে এদিন বাছাইপর্বের `এ' গ্রুপের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ৭০ রানের দাপুটে জয়ে মূল পর্ব নিশ্চিত করল দাসুন শানাকার দল। 

লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটাও যেন ছিল লঙ্কানদের ইনিংসের হাইলাইটস। ১৮ রানে হারায় ২ উইকেট। তবে শ্রীলঙ্কা দুর্দান্তভাবে বিপর্যয় কাটিয়ে উঠতে পারলেও সেটি পারেনি আইরিশরা। এক প্রান্তে এন্ডি বালবির্নে চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ককে কেউ সঙ্গ দিতে পারেননি। দলীয় ৯৮ রানে ৪১ রান করে বালবির্নে বিদায় নিলে আইরিশদের হারও যেন নিশ্চিত হয়। অন্যদের মাঝে কার্টিস ক্যাম্ফার করেন ২৪ রান। 
বাকিদের কেউ দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। ব্যাটিং ব্যর্থতায় আইরিশরা থামে ১০১ রানে। 

এর আগে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল ও আভিস্কা ফার্নান্দো ফিরে যান ৮ রানেই। সেখান থেকেই হাল ধরে দলকে এগিয়ে নেন পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ দুজন দলকে নিয়ে যান ১৩১ রানে। ৪৭ বলে ৭১ রান করে হাসারাঙ্গা ফিরলে ভাঙে এই জুটি। পরে ৬১ রানে আউট হন নিশাঙ্কা। শেষ দিকে শানাকার ১১ বলে ২১ রানের ছোট্ট ক্যামিওতে ১৭১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত