বাংলাদেশের চ্যালেঞ্জ বড়, স্বপ্নও বড়
দুবাই না মাসকাট—কোন শহর বেশি ভালো লেগেছে? মাসকাটে প্রথম রাউন্ড চলার সময় দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন প্রশ্নটা শুনে বললেন, ‘মাসকাট একেবারেই নীরব, সেখানে দুবাই খুবই ব্যস্ত-জাঁক-জমকপূর্ণ এক শহর। যারা নিরিবিলি থাকতে পছন্দ করে, তাঁদের মাসকাট ভালো লাগবে। আমার যেমন লেগেছে।’