Ajker Patrika

টানা তিন জয়ে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২: ৪৮
টানা তিন জয়ে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

নামিবিয়া, আয়ারল্যান্ডের পর নেদারল্যান্ডসকে নিয়েও রীতিমতো ছেলেখেলায় মাতল শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপসেরা হয়েই সুপার টুয়েলভে পা রাখল তারা। সুপার টুয়েলভে অন্য চার দলের সঙ্গে বাংলাদেশকেও পাচ্ছে লঙ্কানরা। 

আজ শারজায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ডাচদের ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আগের দুই জয়ে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছিল লঙ্কানদের। তবু এই ম্যাচে ডাচদের একবিন্দু ছাড় দেয়নি দাসুন শানাকার দল। 

নেদারল্যান্ডসের প্রথম ইনিংসের পরই বোঝা গিয়েছিল ম্যাচটা শ্রীলঙ্কা জিততে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৪৪ রানে ডাচদের অলআউট করে সেটা আসলে বুঝিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাই। সর্বনিম্ন রানের রেকর্ড টিতেও এই দুই দলের নাম জড়িয়ে আছে। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। 

নেদারল্যান্ডসের দেওয়া ৪৫ রানের লক্ষ্যটা শ্রীলঙ্কা পেরিয়ে গেছে ৭৭ বল হাতে রেখেই। শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ থেকে পাওয়া হতে পারে কুশল পেরেরার রানে ফেরা। সুপার টুয়েলভের আগে এই উইকেটকিপার ব্যাটারের রানে ফেরার অপেক্ষায় ছিল লঙ্কানরা। ২৪ বলে ছয় চারে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পেরেরা। 

এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। বোলারদের তোপের মুখে মাত্র ৪৪ রানের অলআউট হয় ডাচরা। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার লাহিরু কুমারা আর লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র এক ওভার বোলিং করে ৩ রানে দুই উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকসানা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত