টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্ব শুরুর আগেই দল ছাড়ছেন শ্রীলঙ্কার পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্লান্ত এই কিংবদন্তি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় মেয়েকে দেখার জন্যও ব্যাকুল তিনি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের পরামর্শক হিসেবে যোগ দেওয়ার আগে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ ছিলেন জয়াবর্ধনে। এর আগে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে ছিলেন। তখন থেকেই বাড়ির বাইরে আছেন তিনি। লঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘একজন বাবা হিসেবে মেয়েকে না দেখে থাকার যন্ত্রণাটা আশা করছি সবাই বুঝতে পারবে। আমার বাড়ি ফেরাটা খুবই দরকার।’
দীর্ঘ সময় টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্লান্তও হয়ে পড়েছেন জয়াবর্ধনে। এখন তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, ‘এটা ভীষণ কষ্টকর। হিসেব করে দেখলাম গত জুন মাস থেকে টানা ১৩৫ দিন আমি জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি এখন ক্লান্ত। ওদের (শ্রীলঙ্কা দল) বিষয়টাও বুঝতে পারছি। তাদের জানিয়েছি বর্তমানে যে ধরনের প্রযুক্তি আছে, তাতে যোগাযোগ করা অসম্ভব কিছু নয়। সেভাবেই (ভার্চুয়াল মাধ্যমে) আমি ওদের সঙ্গে থাকব।’
প্রথম রাউন্ড থেকে শ্রীলঙ্কা সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। তিন ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করলেও পরের পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা সহজ হবে না জানা আছে জয়াবর্ধনের। দল ছাড়ার আগে তাই মাঠ অনুযায়ী কীভাবে খেলতে হবে, সেটির একটি ছক তৈরি করে দিয়ে যাচ্ছেন বলেই জানিয়েছেন জয়াবর্ধনে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্ব শুরুর আগেই দল ছাড়ছেন শ্রীলঙ্কার পরামর্শক মাহেলা জয়াবর্ধনে। টানা জৈব সুরক্ষা বলয়ে থাকায় ক্লান্ত এই কিংবদন্তি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় মেয়েকে দেখার জন্যও ব্যাকুল তিনি।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের পরামর্শক হিসেবে যোগ দেওয়ার আগে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের হেড কোচ ছিলেন জয়াবর্ধনে। এর আগে দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে ছিলেন। তখন থেকেই বাড়ির বাইরে আছেন তিনি। লঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘একজন বাবা হিসেবে মেয়েকে না দেখে থাকার যন্ত্রণাটা আশা করছি সবাই বুঝতে পারবে। আমার বাড়ি ফেরাটা খুবই দরকার।’
দীর্ঘ সময় টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে ক্লান্তও হয়ে পড়েছেন জয়াবর্ধনে। এখন তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, ‘এটা ভীষণ কষ্টকর। হিসেব করে দেখলাম গত জুন মাস থেকে টানা ১৩৫ দিন আমি জৈব সুরক্ষা বলয়ে আছি। আমি এখন ক্লান্ত। ওদের (শ্রীলঙ্কা দল) বিষয়টাও বুঝতে পারছি। তাদের জানিয়েছি বর্তমানে যে ধরনের প্রযুক্তি আছে, তাতে যোগাযোগ করা অসম্ভব কিছু নয়। সেভাবেই (ভার্চুয়াল মাধ্যমে) আমি ওদের সঙ্গে থাকব।’
প্রথম রাউন্ড থেকে শ্রীলঙ্কা সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে। তিন ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করলেও পরের পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা সহজ হবে না জানা আছে জয়াবর্ধনের। দল ছাড়ার আগে তাই মাঠ অনুযায়ী কীভাবে খেলতে হবে, সেটির একটি ছক তৈরি করে দিয়ে যাচ্ছেন বলেই জানিয়েছেন জয়াবর্ধনে।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে