টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্কটল্যান্ড। পরে হারিয়েছে গ্রুপের অন্য দুই দল পাপুয়া নিউগিনি ও ওমানকে। প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে স্কটিশদের লক্ষ্য এখন সুপার টুয়েলভেও বড় দলকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া।
গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে। এতে অবশ্য খুব বেশি ভাবছে না তারা। দলের স্পিনার মার্ক ওয়াটের কথায় উল্টো মিশে আছে প্রচ্ছন্ন হুমকি, ‘সুপার টুয়েলভে আমরা কয়েকটি অঘটনের জন্ম দিতে যাচ্ছি। আর এটি না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগেও এ ধরনের কাজ করেছি। বিশ্বের সেরা ওয়ানডে দলকে (ইংল্যান্ড, ২০১৮, এডিনবার্গ) হারিয়েছি। কয়েক দিন আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল বাংলাদেশকেও হারিয়েছি। । আমি মনে করি, দল হিসেবে আমরা অনেক দিন ধরেই ভালো ছন্দে আছি।’
ওয়াট তো স্পষ্ট বলে দিয়েছেন, বড় দলগুলোকে তাঁদের (স্কটল্যান্ডকে) গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিজেদের দারুণ ফর্মের কথা মনে করিয়ে দিয়ে দলগুলোকে চিন্তিত হওয়ার পরামর্শও দিয়েছেন, ‘আমি মনে করি দলগুলো আমাদের হালকাভাবে নেবে না। তাদের স্কটল্যান্ড নিয়ে চিন্তিত হওয়া উচিত, আমরা দারুণ ছন্দে আছি।’
আর বিরাট কোহলির জন্যও আগে থেকেই ছক কষা আছে ওয়াটের। ভারতীয় অধিনায়ককেও যেন এখন থেকেই ভাবনায় ফেলে দিলেন ওয়াট! এই স্কটিশ স্পিনার বলেছেন, ‘বিরাটের জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই মুহূর্তে তা আমি বলতে চাইছি না। আমি মনে করি এ বিষয়ে ওর চিন্তিত হওয়া উচিত। এই ব্যাপারটার জন্য আমরা ক্রিকেটটা খেলি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্কটল্যান্ড। পরে হারিয়েছে গ্রুপের অন্য দুই দল পাপুয়া নিউগিনি ও ওমানকে। প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে স্কটিশদের লক্ষ্য এখন সুপার টুয়েলভেও বড় দলকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া।
গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে। এতে অবশ্য খুব বেশি ভাবছে না তারা। দলের স্পিনার মার্ক ওয়াটের কথায় উল্টো মিশে আছে প্রচ্ছন্ন হুমকি, ‘সুপার টুয়েলভে আমরা কয়েকটি অঘটনের জন্ম দিতে যাচ্ছি। আর এটি না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগেও এ ধরনের কাজ করেছি। বিশ্বের সেরা ওয়ানডে দলকে (ইংল্যান্ড, ২০১৮, এডিনবার্গ) হারিয়েছি। কয়েক দিন আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল বাংলাদেশকেও হারিয়েছি। । আমি মনে করি, দল হিসেবে আমরা অনেক দিন ধরেই ভালো ছন্দে আছি।’
ওয়াট তো স্পষ্ট বলে দিয়েছেন, বড় দলগুলোকে তাঁদের (স্কটল্যান্ডকে) গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিজেদের দারুণ ফর্মের কথা মনে করিয়ে দিয়ে দলগুলোকে চিন্তিত হওয়ার পরামর্শও দিয়েছেন, ‘আমি মনে করি দলগুলো আমাদের হালকাভাবে নেবে না। তাদের স্কটল্যান্ড নিয়ে চিন্তিত হওয়া উচিত, আমরা দারুণ ছন্দে আছি।’
আর বিরাট কোহলির জন্যও আগে থেকেই ছক কষা আছে ওয়াটের। ভারতীয় অধিনায়ককেও যেন এখন থেকেই ভাবনায় ফেলে দিলেন ওয়াট! এই স্কটিশ স্পিনার বলেছেন, ‘বিরাটের জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই মুহূর্তে তা আমি বলতে চাইছি না। আমি মনে করি এ বিষয়ে ওর চিন্তিত হওয়া উচিত। এই ব্যাপারটার জন্য আমরা ক্রিকেটটা খেলি।’
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে