Ajker Patrika

বাংলাদেশকে হারানো স্কটল্যান্ড হুমকি দিল ভারত-পাকিস্তানকে

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১: ৩০
বাংলাদেশকে হারানো স্কটল্যান্ড হুমকি দিল ভারত-পাকিস্তানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্কটল্যান্ড। পরে হারিয়েছে গ্রুপের অন্য দুই দল পাপুয়া নিউগিনি ও ওমানকে। প্রথম পর্বের তিন ম্যাচের তিনটিতে জিতে স্কটিশদের লক্ষ্য এখন সুপার টুয়েলভেও বড় দলকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া। 

গ্রুপ চ্যাম্পিয়ন স্কটল্যান্ড সুপার টুয়েলভে খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে। এতে অবশ্য খুব বেশি ভাবছে না তারা। দলের স্পিনার মার্ক ওয়াটের কথায় উল্টো মিশে আছে প্রচ্ছন্ন হুমকি, ‘সুপার টুয়েলভে আমরা কয়েকটি অঘটনের জন্ম দিতে যাচ্ছি। আর এটি না হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগেও এ ধরনের কাজ করেছি। বিশ্বের সেরা ওয়ানডে দলকে (ইংল্যান্ড, ২০১৮, এডিনবার্গ) হারিয়েছি। কয়েক দিন আগেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ দল বাংলাদেশকেও হারিয়েছি। । আমি মনে করি, দল হিসেবে আমরা অনেক দিন ধরেই ভালো ছন্দে আছি।’ 

ওয়াট তো স্পষ্ট বলে দিয়েছেন, বড় দলগুলোকে তাঁদের (স্কটল্যান্ডকে) গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। নিজেদের দারুণ ফর্মের কথা মনে করিয়ে দিয়ে দলগুলোকে চিন্তিত হওয়ার পরামর্শও দিয়েছেন, ‘আমি মনে করি দলগুলো আমাদের হালকাভাবে নেবে না। তাদের স্কটল্যান্ড নিয়ে চিন্তিত হওয়া উচিত, আমরা দারুণ ছন্দে আছি।’ 

 আর বিরাট কোহলির জন্যও আগে থেকেই ছক কষা আছে ওয়াটের। ভারতীয় অধিনায়ককেও যেন এখন থেকেই ভাবনায় ফেলে দিলেন ওয়াট! এই স্কটিশ স্পিনার বলেছেন, ‘বিরাটের জন্য অনেক পরিকল্পনা রয়েছে আমার। এই মুহূর্তে তা আমি বলতে চাইছি না। আমি মনে করি এ বিষয়ে ওর চিন্তিত হওয়া উচিত। এই ব্যাপারটার জন্য আমরা ক্রিকেটটা খেলি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত