Ajker Patrika

এবার কি গেরো খুলতে পারবেন স্মিথ-ডি ককরা

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ২৫
এবার কি গেরো খুলতে পারবেন স্মিথ-ডি ককরা

বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা। আবুধাবিতে এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এই সংস্করণের বিশ্বকাপে দুই দলের অতীত ইতিহাস অবশ্য খুব বেশি সমৃদ্ধ নয়। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে একটা অপূর্ণতা নিশ্চয়ই তাদের তাড়া করে বেড়ায়, এখনো জিততে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।

বিশ্ব আসরের সবচেয়ে সফল দলটি এবার নিজেদের ইতিহাস পাল্টাতে উন্মুখ হয়ে আছে। অস্ট্রেলিয়ার সাবেকরাও এবার অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারদের হাতে শিরোপা দেখার আশা করছেন। সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ব্রেট লি আছেন সেই দলে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের প্রথম শিরোপাটা আরব আমিরাতেই ফিঞ্চরা উঁচিয়ে ধরবেন বলে আশা করছেন শেন ওয়ার্ন। এই লেগ স্পিন জাদুকরের মতে, সম্প্রতি নিজের সেরা ফর্মে না থাকলেও টুর্নামেন্ট রাঙাতে পারেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া অবশ্য তাকিয়ে থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের দিকেও। আমিরাতে আইপিএলের দ্বিতীয় অংশে ব্যাটিংয়ে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন কয়েকটি ম্যাচজয়ী ইনিংস।

তবে অস্ট্রেলিয়ার এই সংস্করণের পরিসংখ্যান অবশ্য খুব একটা আশাজাগানিয়া নয়। নিজেদের সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই হেরেছে তারা। শেষ চারটি সিরিজের একটিও জিততে পারেনি টানা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচের শেষটিতে ভারতের কাছে পাত্তাই পায়নি অজিরা। আগের ছয় আসরে একবার ফাইনাল খেললেও সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছে। 

আইসিসির যেকোনো ইভেন্টে সব সময় সমীহজাগানিয়া দল দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়ার মতো এই সংস্করণের বিশ্বকাপে এখনো সেভাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটাতে পারেনি তারা। এবার যেকোনো মূল্যে নিজেদের ছাড়িয়ে যেতে চান কুইন্টন ডি কক-কাগিসো রাবাদারা। বিশ্বকাপের আগে প্রোটিয়াদের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার বিপরীত মেরুতে অবস্থান করছে। সাম্প্রতিক পরিসংখ্যানও আশাবাদী করতে পারে প্রোটিয়াদের। সর্বশেষ ১০ টি-টোয়েন্টির ৯টিতেই জয় নিয়ে ফিরেছে টেম্ভা বাভুমার দল। বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেও নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন রাসি ফন ডার ডুসেনরা। তবে বড় মঞ্চে ‘চোক’ করার অতীত ইতিহাস অবশ্য তাতে মুছে যাচ্ছে না। বড় মঞ্চে প্রোটিয়াদের সবচেয়ে বড় প্রতিপক্ষ যে নিজেরাই!

বিশ্বকাপে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১২ সালে সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়া। তবে দুই দলের আক্ষেপ ওই একটাই—কখনো বিশ্বকাপ জিততে না পারা। এবার সেই গেরো খুলবে কি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত