Ajker Patrika

সাকিব বললেন, ‘মাঝে মাঝে পাপন ভাইয়ের পরামর্শ ভালো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব বললেন, ‘মাঝে মাঝে পাপন ভাইয়ের পরামর্শ ভালো’

বোর্ড প্রধানের পরামর্শটা তবে মনে ধরেছে সাকিব আল হাসানের!

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। গতকাল ওমানের বিপক্ষে হারলেই প্রথম রাউন্ড থেকে দেশে ফেরাটা একপ্রকার নিশ্চিত হয়ে যেত মাহমুদউল্লাহ রিয়াদের দলের। এমন ম্যাচেই কিনা ব্যাটে-বলে আর ‘অধিনায়কত্বে’ দলকে ২৬ রানের স্বস্তির এক জয় এনে দিয়েছেন বাংলাদেশের সেরা তারকা সাকিব আল হাসান। 

ওমানের বিপক্ষে কাগজে-কলমে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু মাঠে যেন আসল ‘নেতা’ হয়ে দেখা দিলেন সাকিব। প্রথমে ব্যাট হাতে খেললেন ২৯ বলে ৪২ রানের এক ইনিংস। পরে বোলিংয়ে প্রথম দুই ওভারে কিছুটা ছন্দহীন থাকলেও ২৮ রানে ওমানের তিন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে সহজ করলেন দলের জয়। 

শুধু খেলাতেই নয়, একটা সময় দলের নেতৃত্বও নিজের হাতে তুলে নিয়েছেন সাকিব। অধিনায়ক মাহমুদউল্লাহকে পাঠিয়ে দিলেন থার্ডম্যানে। মিডঅফে দাঁড়িয়ে বোলিংয়ের প্রয়োজন বুঝে ঠিক করলেন দলের ফিল্ডিংও। সাকিবের কথা শুনে কয়েকবার জায়গা পরিবর্তন করতে দেখা গেল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও!  

স্কটল্যান্ডের কাছে হারের পরদিন অর্থাৎ গত পরশু সাকিব-মাহমুদউল্লাহদের সঙ্গে  ভার্চ্যুয়াল বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। মাহমুদউল্লাহর পাশাপাশি সাকিবকেও দলের সঙ্গে বেশি বেশি সম্পৃক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন বিসিবি প্রধান। 

কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবও বললেন বোর্ড সভাপতির পরামর্শটা কাজে লাগিয়েছেন তিনি, ‘পাপন ভাই অনেক ইনভলবড থাকেন। স্বাভাবিকভাবেই উনার পরামর্শ সবার সঙ্গে শেয়ার করেন। আমরাও চেষ্টা করি পালন করার। অনেক সময় এসব পরামর্শ কাজে আসতে পারে, অনেক সময়  আসতে পারে। মাঝে মাঝে এমন পরামর্শ খারাপ না আসলে... ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত