Ajker Patrika

পাওয়ার প্লের ব্যাটিং-বোলিং নিয়ে খুশি নন মাহমুদউল্লাহ

পাওয়ার প্লের ব্যাটিং-বোলিং নিয়ে খুশি নন মাহমুদউল্লাহ

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে বাংলাদেশকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ওমান। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। তবে শেষ পর্যন্ত সাকিব-মোস্তাফিজ-নাঈমের নৈপুণ্যে ওমানের বিপক্ষে ২৬ রানে জিতে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তবে জিতেও পাওয়ার প্লেতে দলের পারফরম্যান্স নিয়ে খুশি নন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছেন, আরও অনেক জায়গায় উন্নতি করতে হবে দলকে। 

ওমানের বিপক্ষে হারলে বিদায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশের শুরুটা মোটেই ভালো ছিল না। কিন্তু বিপদ কাটিয়ে ঠিকই জয় পেয়েছে বাংলাদেশ। স্বস্তির এ জয়ের পর মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জয়টা পেয়েছি। কিন্তু অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমি আশা করি সবাই খুশি। সমর্থকদের ধন্যবাদ মাঠে আসার জন্য। তারা জয়ের আশা নিয়ে এসেছিল। তাদের জন্য জেতা আর দেশকে জয় উপহার দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে উদ্ধার করেছেন নাঈম-সাকিব। দলের লড়াকু সংগ্রহে মূল অবদান এ দুজনের। এ দুজনকে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব ও নাঈম দারুণ ব্যাট করেছে। তারা দারুণ একটি জুটি গড়েছে, আর দলের স্কোর ১৫০ পার করেছে।’

দলের জয়ে স্বস্তি পেলেও পাওয়ার প্লের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন মাহমুদউল্লাহ, ‘নতুন বলে আমাদের আরও ভালো ব্যাট করা উচিত ছিল। আমরা প্রচুর ওয়াইডও দিয়েছি। এ জায়গাগুলো ঠিক করতে হবে। আমাদের ডেথ ওভারে বোলিং ভালো হয়েছে। মাঝের ওভারগুলো আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। তবে প্রথম ছয় ওভারে আমাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই উন্নতি করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত