ভার্চুয়াল জগতের রোবট
চলে-ফিরে বেড়ানো কিংবা জটিল জটিল কাজ করে দিতে পারা রোবট তো আমরা অনেকে দেখেছি। সেগুলো মানুষের নির্দেশে চলতে পারে—তা আমরা জানি। কিন্তু জানেন কি, বাস্তব জগতের বাইরে ভার্চুয়াল জগতেও আছে রোবট? তারা আবার ভার্চুয়াল অনেক কাজ নিমেষেই করে দিতে পারে! জনপ্রিয় চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, মাইক্রোসফটের বার্ড সম্পর্