ঘোড়ার খুরে নাল পরাতে হয় কেন
শত শত বছর ধরে কৃষি ও যোগাযোগে ঘোড়া ব্যবহার চলে আসছে। প্রতি চার থেকে ছয় সপ্তাহে দ্রুত গতির এই প্রাণীর জন্য নতুন জুতার প্রয়োজন হয়। এই বিশেষ জুতাকে বলে ‘নাল’। একই কাজে গরু, মহিষ, গাধা, খচ্চর ব্যবহার করা হয়। কিন্তু এদের খুরে নাল পরাতে হয় না। তাহলে ঘোড়ার খুরে নাল পরাতে হয় কেন?