আস্থায় বাড়ছে ব্যাংকে আমানত
দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ও আস্থাহীনতার ধকল কাটিয়ে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আবার ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৩৯ হাজার ৭৯৫ কোটি টাকা, যা তিন মাস আগের তুলনায় প্রবৃদ্ধি ২ দশমিক ১১ শতাংশ।