জানুয়ারি-মার্চ প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ও আস্থাহীনতার ধকল কাটিয়ে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আবার ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৩৯ হাজার ৭৯৫ কোটি টাকা, যা তিন মাস আগের তুলনায় প্রবৃদ্ধি ২ দশমিক ১১ শতাংশ।
২০২৫ সালের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকা। এক বছর আগে ২০২৪ সালের মার্চ শেষে এই পরিমাণ ছিল ১৭ লাখ ৬২ হাজার ৩০৩ কোটি টাকা। সেই হিসাবে গত এক বছরে আমানত বেড়েছে ১ লাখ ৬১ হাজার ২০২ কোটি টাকা বা ৯ দশমিক ৫১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং কিছু ব্যাংকের উদ্যোগী ভূমিকার ফলে খাতটিতে ধীরে ধীরে আস্থা ফিরতে শুরু করেছে।
আস্থা ফিরছে, ভূমিকা রাখছে রেমিট্যান্স
ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমানত বাড়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করেছে—প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং খাত নিয়ে মানুষের আস্থা কিছুটা ফিরে আসা।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, সম্প্রতি আমানতের প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান রেমিট্যান্সের। গত ছয় মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর একটি বড় অংশ আবার ব্যাংকিং চ্যানেলে জমা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা আসায় ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কিছুটা বেড়েছে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্বল ও অনিয়মগ্রস্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন নেতৃত্ব এসেছে। এসব উদ্যোগ আমানতের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।
শীর্ষে যেসব ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ পর্যন্ত ব্র্যাক ব্যাংক আমানত প্রবৃদ্ধির তালিকায় শীর্ষে। ব্যাংকটির আমানত বেড়েছে ৩৮ দশমিক ৫১ শতাংশ, যা বর্তমানে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৫৪ কোটি টাকা। সিটি ব্যাংকের প্রচলিত ব্যাংকিং বিভাগে ২৫ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়ে আমানত দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯১৩ কোটি টাকায়। ব্যাংকটির ইসলামি ব্যাংকিং বিভাগেও প্রায় ৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে আমানত ৬ হাজার ৫২৯ কোটি টাকা। ইস্টার্ন ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ১২ শতাংশ, যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯০২ কোটি টাকায়। ব্যাংকটির ইসলামি ব্যাংকিংয়ে রয়েছে আরও ৯৪৬ কোটি টাকা।
শীর্ষ ১০ আমানত প্রবৃদ্ধির ব্যাংকের তালিকায় আরও রয়েছে—যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, এমটিবি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) ও ব্যাংক এশিয়া।
প্রবৃদ্ধির বাইরে কিছু ব্যাংক
যদিও সামগ্রিক খাতে আমানত বাড়ছে, তবে সব ব্যাংকের পরিস্থিতি এক রকম নয়। কিছু বেসরকারি ব্যাংকে আমানত হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামিক ও মধুমতি—এই ৯ ব্যাংকে আমানত কমছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে আমানত বাড়লেও কিছু ব্যাংকে এখনো গ্রাহকের আস্থা ফেরেনি। এর মূল কারণ হচ্ছে—বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল, বড় অঙ্কের ঋণ লুট ও খেলাপির বিস্তার। কোনো কোনো ব্যাংকে ৯৮ শতাংশ ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। ফলে এসব ব্যাংকে সঞ্চয় ভাঙার চাপ রয়েছে।
ঋণের প্রবৃদ্ধি কম, শহরমুখী বিতরণ
তিন মাসে আমানতের প্রবৃদ্ধি বেশি হলেও ঋণে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে ঋণ বেড়েছে ২৯ হাজার ৭৪০ কোটি টাকা, যা ১ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে যার পরিমাণ ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮৭৮ কোটি টাকা। তবে ঋণ বিতরণে বৈষম্য রয়েছে। শহরাঞ্চলে দেওয়া হয়েছে মোট ঋণের ৯২ শতাংশ বা ১৫ লাখ ৭৫ হাজার ৮৯৮ কোটি টাকা। অপর দিকে গ্রামীণ অর্থনীতিতে গেছে মাত্র ৮ শতাংশ বা ১ লাখ ৩৬ হাজার ৭২১ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতে প্রবৃদ্ধি টেকসই করতে হলে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম পুরোপুরি বন্ধ করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত না হলে সাময়িক আস্থার এই ঊর্ধ্বগতি দীর্ঘস্থায়ী হবে না।
দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ও আস্থাহীনতার ধকল কাটিয়ে দেশের ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি আবার ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে আমানত বেড়েছে ৩৯ হাজার ৭৯৫ কোটি টাকা, যা তিন মাস আগের তুলনায় প্রবৃদ্ধি ২ দশমিক ১১ শতাংশ।
২০২৫ সালের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকা। এক বছর আগে ২০২৪ সালের মার্চ শেষে এই পরিমাণ ছিল ১৭ লাখ ৬২ হাজার ৩০৩ কোটি টাকা। সেই হিসাবে গত এক বছরে আমানত বেড়েছে ১ লাখ ৬১ হাজার ২০২ কোটি টাকা বা ৯ দশমিক ৫১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ এবং কিছু ব্যাংকের উদ্যোগী ভূমিকার ফলে খাতটিতে ধীরে ধীরে আস্থা ফিরতে শুরু করেছে।
আস্থা ফিরছে, ভূমিকা রাখছে রেমিট্যান্স
ব্যাংক কর্মকর্তারা বলছেন, আমানত বাড়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করেছে—প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং ব্যাংকিং খাত নিয়ে মানুষের আস্থা কিছুটা ফিরে আসা।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, সম্প্রতি আমানতের প্রবৃদ্ধির পেছনে সবচেয়ে বড় অবদান রেমিট্যান্সের। গত ছয় মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর একটি বড় অংশ আবার ব্যাংকিং চ্যানেলে জমা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা আসায় ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কিছুটা বেড়েছে।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্বল ও অনিয়মগ্রস্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন নেতৃত্ব এসেছে। এসব উদ্যোগ আমানতের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।
শীর্ষে যেসব ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ পর্যন্ত ব্র্যাক ব্যাংক আমানত প্রবৃদ্ধির তালিকায় শীর্ষে। ব্যাংকটির আমানত বেড়েছে ৩৮ দশমিক ৫১ শতাংশ, যা বর্তমানে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৫৪ কোটি টাকা। সিটি ব্যাংকের প্রচলিত ব্যাংকিং বিভাগে ২৫ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়ে আমানত দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯১৩ কোটি টাকায়। ব্যাংকটির ইসলামি ব্যাংকিং বিভাগেও প্রায় ৪১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যেখানে আমানত ৬ হাজার ৫২৯ কোটি টাকা। ইস্টার্ন ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ১২ শতাংশ, যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯০২ কোটি টাকায়। ব্যাংকটির ইসলামি ব্যাংকিংয়ে রয়েছে আরও ৯৪৬ কোটি টাকা।
শীর্ষ ১০ আমানত প্রবৃদ্ধির ব্যাংকের তালিকায় আরও রয়েছে—যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, এমটিবি (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) ও ব্যাংক এশিয়া।
প্রবৃদ্ধির বাইরে কিছু ব্যাংক
যদিও সামগ্রিক খাতে আমানত বাড়ছে, তবে সব ব্যাংকের পরিস্থিতি এক রকম নয়। কিছু বেসরকারি ব্যাংকে আমানত হ্রাসের ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আইসিবি ইসলামিক ও মধুমতি—এই ৯ ব্যাংকে আমানত কমছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে আমানত বাড়লেও কিছু ব্যাংকে এখনো গ্রাহকের আস্থা ফেরেনি। এর মূল কারণ হচ্ছে—বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল, বড় অঙ্কের ঋণ লুট ও খেলাপির বিস্তার। কোনো কোনো ব্যাংকে ৯৮ শতাংশ ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। ফলে এসব ব্যাংকে সঞ্চয় ভাঙার চাপ রয়েছে।
ঋণের প্রবৃদ্ধি কম, শহরমুখী বিতরণ
তিন মাসে আমানতের প্রবৃদ্ধি বেশি হলেও ঋণে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে ব্যাংক খাতে ঋণ বেড়েছে ২৯ হাজার ৭৪০ কোটি টাকা, যা ১ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। মার্চ শেষে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১২ হাজার ৬১৮ কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে যার পরিমাণ ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮৭৮ কোটি টাকা। তবে ঋণ বিতরণে বৈষম্য রয়েছে। শহরাঞ্চলে দেওয়া হয়েছে মোট ঋণের ৯২ শতাংশ বা ১৫ লাখ ৭৫ হাজার ৮৯৮ কোটি টাকা। অপর দিকে গ্রামীণ অর্থনীতিতে গেছে মাত্র ৮ শতাংশ বা ১ লাখ ৩৬ হাজার ৭২১ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক খাতে প্রবৃদ্ধি টেকসই করতে হলে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম পুরোপুরি বন্ধ করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ব্যাংক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত না হলে সাময়িক আস্থার এই ঊর্ধ্বগতি দীর্ঘস্থায়ী হবে না।
আন্দোলন প্রত্যাহারের পরও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো কাঠামোতে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে নিরবচ্ছিন্ন সেবা, সময়ানুবর্তিতা এবং যাত্রীসন্তুষ্টির জন্য ‘সেরা ডমেস্টিক এয়ারলাইন’-এর স্বীকৃতি লাভ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৬ ঘণ্টা আগেঅর্থ উপদেষ্টা বলেন, খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামি ব্যাংক এর একটি উদাহরণ। এই ব্যাংকে আস্থা ফিরে আসছে। অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট করা হয়েছে, যার প্রথম শর্ত হলো যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। কারও টা
১৭ ঘণ্টা আগেকমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে হোটেল সারিনার ক্রেডিট কার্ড সেবা-সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য একটি কৌশলগত ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গত বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে