Ajker Patrika

এনবিআর কর্মকর্তাদের মধ্যে দুদক ও বহিষ্কার-আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্দোলন প্রত্যাহারের পরও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকায় বিরাজ করছে চরম আতঙ্ক। কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো কাঠামোতে। শাস্তি থেকে বাঁচতে ক্ষমা চাওয়ার পরিকল্পনাও করছেন কেউ কেউ।

সরকারের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, আন্দোলনের ইতি টানার পর আর কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না। এনবিআর চেয়ারম্যানও কর্মকর্তাদের কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আন্দোলন প্রত্যাহারের এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারের প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

২৯ জুন আন্দোলন স্থগিতের পরপরই দৃশ্যপট পাল্টে যায়। মাত্র পাঁচ দিনের ব্যবধানে (২৯ জুন থেকে ৩ জুলাই) এনবিআরের ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সরকারের সিদ্ধান্তে তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বরখাস্ত করা হয় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে। বদলি করা হয় আরও কয়েকজন কর্মকর্তাকে।

দুদকের অভিযোগ, শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে কয়েকজন কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে কর ফাঁকি দিতে সহায়তা করেছেন। তবে কর্মকর্তাদের অভিযোগ, হঠাৎ করে এই ব্যবস্থা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

এনবিআরের এক উপকমিশনার বলেন, ‘বহিষ্কার, অপসারণ, দুদক আতঙ্ক বিরাজ করছে। শুনেছি, অনেকে আতঙ্কিত হয়ে ক্ষমা চাওয়ার কথাও ভাবছেন; যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়। এমনকি পরিবারের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে।’

অতিরিক্ত এক কমিশনার বলেন, ‘মাত্রই একটা ভূমিকম্প হয়েছে। সেই আতঙ্ক যেতে সময় লাগবে। সপ্তাহখানেকের মধ্যে কোনো অ্যাকশন না হলে বোঝা যাবে যে কর্তৃপক্ষ ইতিবাচক। আর কোনো সমস্যা হবে না। তা ছাড়া কখন কী হয়, সেটা বলা যাচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

সাবেক আমলা ও জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, দুর্নীতিবিরোধী পদক্ষেপ অবশ্যই জরুরি। তবে এ মুহূর্তে যখন এনবিআর অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এমন সিদ্ধান্ত পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। সরকারের আরও কৌশলী হওয়া উচিত ছিল।

এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘এই সিদ্ধান্ত এনবিআরের নয়, সরকারের। আমরা কোনো চাপ প্রয়োগ করিনি বা শাস্তিমূলক পদক্ষেপ নিইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

‘ভিজিএফ কার্ড চাওয়ায়’ নারীনেত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করেন বিএনপি নেতা

নিউইয়র্কে মামদানির জয়ে ক্ষোভে ফুঁসছে মোদি সমর্থকেরা

চাঁদা না পেয়ে ‘মব’ তৈরি করে নওশেদকে মারধর, বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

‘আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট’ মালয়েশিয়াফেরত ৩ জন, মামলার প্রস্তুতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত