কোভিড প্রতিরোধী পোশাক বেচতে গিয়ে বিপাকে, জরিমানা ৩৭ লাখ ডলার
লরনা জেন নামের ওই কোম্পানি বিজ্ঞাপনে বলেছিল, ‘এলজে শিল্ড’ নামে এক অভাবনীয় প্রযুক্তি ব্যবহার করে তারা এই পোশাক তৈরি করেছে। এই পোশাক সব ধরনের জীবাণু সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে। এ সংক্রান্ত মামলার রায়ে বিচারক বলেছেন, কোম্পানির এই দাবি ‘শোষণমূলক, শিকারী এবং এতে বিপদ নিহীত।’ । লরনা জেন বলেছে, তাঁরা আ