Ajker Patrika

মাস্ক না পরা অপরাধের শামিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাস্ক না পরা অপরাধের শামিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনা মহামারির মধ্যে কেউ মাস্ক না পরলে সেটিকে অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কোভিড-১৯ এর বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে বিভিন্ন অনুদান বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়্যালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘মাস্ক না পরা অপরাধের শামিল। কারণ মাস্ক না পরলে নিজে যেমন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার ঝুঁকি থাকে। তাই, সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আমরা যেন দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি সে জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ 

ফরহাদ হোসেন বলেন, দেশে কোভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বেড়েছে। এই সংক্রমণ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য জনগণকে আরও সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ রোধে সকলকে সাবধানতা অবলম্বন করতে হবে। 

করোনা মোকাবিলায় সবার দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ জন্য জনসচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের কাজ করতে হবে। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার সময় সরকার দুস্থ ও অসহায়দের খাদ্য ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। যেন কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। এসবের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। 

মেহেরপুরের জেলা প্রশাসক মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুরের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুরের বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভার্চুয়্যাল এ সভায় বক্তব্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত