আজাদুল আদনান, ঢাকা
‘আর পারছি না, ভাইগো আমারে বাঁচান, ট্রলি আসতে কতক্ষণ লাগে, মাগো মা মরে গেলাম’—গতকাল রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে থাকা তিথি (৩২) অক্সিজেন-সংকটে এভাবেই আর্তনাদ করছিলেন।
নিউমোনিয়ায় আক্রান্ত মায়া আক্তার অক্সিজেনের অভাবে তো চলেই গেলেন। গত বুধবার রাজধানীর শনির আখড়ায় রয়েল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গতকাল প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রোগী অক্সিজেন ছাড়া একমুহূর্তও থাকতে পারছিলেন না। এই পরিস্থিতিতে কোনো অক্সিজেন ছাড়াই মায়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্বামী সিরাজের কোলেই মারা যান তিনি।
সিরাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (গতকাল) সকালে অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নিতে বলেন ডাক্তাররা। কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পাঠিয়ে দেয়। তাই এখানে আনার পরপরই মারা যায় আমার স্ত্রী।’
ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পরপর রোগী আসছে, বের হচ্ছে লাশ। চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের প্রত্যেকের অক্সিজেনসহায়তা লাগছে। তাঁদের কেউ আসছেন করোনায় আক্রান্ত হয়ে, কেউ উপসর্গ নিয়ে। তবে প্রত্যেকেরই অক্সিজেনের চাহিদা অনেক বেশি। এই হাসপাতালে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খালি না থাকায় অনেককে ফেরত যেতেও দেখা গেছে।
মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিত্র ছিল আরও করুণ। গতকাল দুপুর পর্যন্ত ৭০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১০টি অ্যাম্বুলেন্স আসতে দেখা যায়। প্রত্যেক রোগীর লাগবে অক্সিজেনসহায়তা। দায়িত্বরত চিকিৎসকেরা জানান, ভর্তি ও নতুন আসা রোগীদের ৮০ শতাংশের বেশি আসছেন রাজশাহী, খুলনা ও চট্টগ্রামের জেলাগুলো থেকে। এর মধ্যে পাবনা, নাটোর, নোয়াখালী, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, যশোর, বাগেরহাট ও নড়াইলের মতো জেলা থেকে আসা রোগীর সংখ্যা অনেক বেশি।
ডিএনসিসির মেডিকেল অফিসার ডা. সৌরভনাথ শুভ আজকের পত্রিকাকে বলেন, এখন রোগীর চাপ সবচেয়ে বেশি। আইসিইউ এখন প্রায় শূন্যের কোঠায়। সংকট দেখা দিয়েছে হাই ফ্লো অক্সিজেনেরও। যাঁরা আসছেন, অধিকাংশই অন্য হাসপাতাল থেকে স্থানান্তর হওয়া।
এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে দুপুর পর্যন্ত অন্তত ৪০ জন রোগীকে অক্সিজেনসহায়তায় নেওয়া হয়েছে। প্রতিনিয়ত আইসিইউর রোগী আসছেন। কিন্তু শয্যা দিতে পারছে না কর্তৃপক্ষ। বর্তমানে ১০টি আইসিইউর সবগুলোই ভর্তি। নতুন করে ২০টি এইচডিইউ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রকোপ না কমায় রোগীদের চাপ থামছে না। প্রতিনিয়ত রোগী আসছে। শিগগিরই আইসিইউ বাড়ানো সম্ভব নয়। তবে দু-এক দিনের মধ্যে ২০টি এইচডিইউ বাড়ানো হচ্ছে।
দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গড়ে প্রতিদিন প্রায় ১১ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে দুই শর বেশি। ঈদ ঘিরে নমুনা পরীক্ষা কমে যাওয়ায় গত তিন দিনে শনাক্ত রোগী কমেছে। তবে আক্রান্তের হার ৩১ শতাংশ পর্যন্ত ছুঁয়েছে।
তারপরও সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা না থাকা ও বিধিনিষেধ বাস্তবায়নে গড়িমসির কারণে পরিস্থিতি আরও সংকটময় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে আইসিইউ আছে মাত্র ২৯ জেলায়। এ ছাড়া সেন্ট্রাল অক্সিজেন নেই ৮ জেলায়। ফলে এসব জেলার রোগীরা প্রতিনিয়ত ভিড় করছেন পার্শ্ববর্তী জেলা ও রাজধানীর হাসপাতালগুলোয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম মনে করেন, করোনার সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে শয্যা বাড়িয়ে কুলিয়ে ওঠা যাবে না। তিনি বলেন, ‘দুই সপ্তাহের লকডাউনের ফল আমরা পাইনি। সাধারণত তিন-চার সপ্তাহ পর ফলাফল দেখা যায়। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের চাহিদা যেখানে ৭০–৮০ টন, সেখানে বর্তমানে ২০০ টন ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে অক্সিজেন আনার ব্যবস্থা হচ্ছে।’
এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা না গেলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে মনে করেন করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ডা. ইকবাল আর্সলান। আজকের পত্রিকাকে তিনি বলেন, জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোয় রোগীদের প্রয়োজন মেটানোর মতো অক্সিজেনের সক্ষমতা নেই। ফলে এসব রোগী কাছের বড় শহর ও ঢাকায় ভিড় করছেন। সংক্রমণ যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে ঢাকাও একসময় এত রোগী ধারণ করতে পারবে না। ফলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাই, সংক্রমণটা ঠেকাতে যা করার দরকার সব ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মানুষের সচেতনতার বিকল্প নেই।
‘আর পারছি না, ভাইগো আমারে বাঁচান, ট্রলি আসতে কতক্ষণ লাগে, মাগো মা মরে গেলাম’—গতকাল রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে থাকা তিথি (৩২) অক্সিজেন-সংকটে এভাবেই আর্তনাদ করছিলেন।
নিউমোনিয়ায় আক্রান্ত মায়া আক্তার অক্সিজেনের অভাবে তো চলেই গেলেন। গত বুধবার রাজধানীর শনির আখড়ায় রয়েল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গতকাল প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রোগী অক্সিজেন ছাড়া একমুহূর্তও থাকতে পারছিলেন না। এই পরিস্থিতিতে কোনো অক্সিজেন ছাড়াই মায়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্বামী সিরাজের কোলেই মারা যান তিনি।
সিরাজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (গতকাল) সকালে অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নিতে বলেন ডাক্তাররা। কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছাড়াই পাঠিয়ে দেয়। তাই এখানে আনার পরপরই মারা যায় আমার স্ত্রী।’
ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পরপর রোগী আসছে, বের হচ্ছে লাশ। চিকিৎসা নিতে আসা করোনা রোগীদের প্রত্যেকের অক্সিজেনসহায়তা লাগছে। তাঁদের কেউ আসছেন করোনায় আক্রান্ত হয়ে, কেউ উপসর্গ নিয়ে। তবে প্রত্যেকেরই অক্সিজেনের চাহিদা অনেক বেশি। এই হাসপাতালে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খালি না থাকায় অনেককে ফেরত যেতেও দেখা গেছে।
মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিত্র ছিল আরও করুণ। গতকাল দুপুর পর্যন্ত ৭০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১০টি অ্যাম্বুলেন্স আসতে দেখা যায়। প্রত্যেক রোগীর লাগবে অক্সিজেনসহায়তা। দায়িত্বরত চিকিৎসকেরা জানান, ভর্তি ও নতুন আসা রোগীদের ৮০ শতাংশের বেশি আসছেন রাজশাহী, খুলনা ও চট্টগ্রামের জেলাগুলো থেকে। এর মধ্যে পাবনা, নাটোর, নোয়াখালী, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর, যশোর, বাগেরহাট ও নড়াইলের মতো জেলা থেকে আসা রোগীর সংখ্যা অনেক বেশি।
ডিএনসিসির মেডিকেল অফিসার ডা. সৌরভনাথ শুভ আজকের পত্রিকাকে বলেন, এখন রোগীর চাপ সবচেয়ে বেশি। আইসিইউ এখন প্রায় শূন্যের কোঠায়। সংকট দেখা দিয়েছে হাই ফ্লো অক্সিজেনেরও। যাঁরা আসছেন, অধিকাংশই অন্য হাসপাতাল থেকে স্থানান্তর হওয়া।
এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে দুপুর পর্যন্ত অন্তত ৪০ জন রোগীকে অক্সিজেনসহায়তায় নেওয়া হয়েছে। প্রতিনিয়ত আইসিইউর রোগী আসছেন। কিন্তু শয্যা দিতে পারছে না কর্তৃপক্ষ। বর্তমানে ১০টি আইসিইউর সবগুলোই ভর্তি। নতুন করে ২০টি এইচডিইউ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রকোপ না কমায় রোগীদের চাপ থামছে না। প্রতিনিয়ত রোগী আসছে। শিগগিরই আইসিইউ বাড়ানো সম্ভব নয়। তবে দু-এক দিনের মধ্যে ২০টি এইচডিইউ বাড়ানো হচ্ছে।
দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গড়ে প্রতিদিন প্রায় ১১ হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে দুই শর বেশি। ঈদ ঘিরে নমুনা পরীক্ষা কমে যাওয়ায় গত তিন দিনে শনাক্ত রোগী কমেছে। তবে আক্রান্তের হার ৩১ শতাংশ পর্যন্ত ছুঁয়েছে।
তারপরও সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা না থাকা ও বিধিনিষেধ বাস্তবায়নে গড়িমসির কারণে পরিস্থিতি আরও সংকটময় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে আইসিইউ আছে মাত্র ২৯ জেলায়। এ ছাড়া সেন্ট্রাল অক্সিজেন নেই ৮ জেলায়। ফলে এসব জেলার রোগীরা প্রতিনিয়ত ভিড় করছেন পার্শ্ববর্তী জেলা ও রাজধানীর হাসপাতালগুলোয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম মনে করেন, করোনার সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে শয্যা বাড়িয়ে কুলিয়ে ওঠা যাবে না। তিনি বলেন, ‘দুই সপ্তাহের লকডাউনের ফল আমরা পাইনি। সাধারণত তিন-চার সপ্তাহ পর ফলাফল দেখা যায়। তবে সীমান্ত এলাকায় আগের তুলনায় সংক্রমণ কমেছে। স্বাভাবিক অবস্থায় অক্সিজেনের চাহিদা যেখানে ৭০–৮০ টন, সেখানে বর্তমানে ২০০ টন ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে অক্সিজেন আনার ব্যবস্থা হচ্ছে।’
এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে আনা না গেলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে মনে করেন করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ডা. ইকবাল আর্সলান। আজকের পত্রিকাকে তিনি বলেন, জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোয় রোগীদের প্রয়োজন মেটানোর মতো অক্সিজেনের সক্ষমতা নেই। ফলে এসব রোগী কাছের বড় শহর ও ঢাকায় ভিড় করছেন। সংক্রমণ যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে ঢাকাও একসময় এত রোগী ধারণ করতে পারবে না। ফলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাই, সংক্রমণটা ঠেকাতে যা করার দরকার সব ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মানুষের সচেতনতার বিকল্প নেই।
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
৮ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
৮ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১২ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
১২ ঘণ্টা আগে