নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।
চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।
চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে পৌঁছেছে।
৭ ঘণ্টা আগেগোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের হামলার পর সংঘর্ষ ও গুলিতে ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) একটি প্রাথমিক তথ্যানুসন্ধান চালিয়েছে। পরিস্থিতি সামলাতে সেখানে গুরুতর...
৭ ঘণ্টা আগেদীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে এই পদে কোনো প্রতিযোগিতা বা বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হতো। তা নিয়ে ছিল নানা বিতর্ক।
৯ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্যাতনে নিহত বুয়েট...
১৭ ঘণ্টা আগে