নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।
চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
চুক্তিপত্রে উল্লেখিত দামের চেয়ে কম দামে চীনা সিনোফার্মের টিকা কিনছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ২৪ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভার পর ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাঁর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী বলেন, আমরা চীনের সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনব দেড় কোটি ডোজ, সেটির অনুমোদন দিয়েছি। টিকার দাম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম দামে কিনছি। আগে যে দাম দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভাবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস, আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।
চীনের এ টিকা কবে দেশে আসবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাঁরা বলতে পারবেন, ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি ডোজ টিকার জন্য ৩ হাজার টাকা খরচ হয়েছে, এ বিষয়ে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, কিছু নন–ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (অপ্রকাশযোগ্য চুক্তি) আছে, যার সবকিছু বলা যায় না। ১ কোটি ৫০ লাখ ডোজ টিকা আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি ডোজ। এর মধ্যে ২০ লাখ তারা আমাদের উপহার হিসেবে দিয়েছেন। যেহেতু ২০ লাখ উপহার দিয়েছে সে জন্য তারা আরও ২০ লাখ যোগ করে মোট দেড় কোটি ডোজ টিকা দিচ্ছে। ফলে আমরা আগের চুক্তির তুলনায় কম দামে দেড় কোটি ডোজ টিকা পাচ্ছি।
গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ কোভিড টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়। এরই মধ্যে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। তবে এটিকে এখন উপহারের টিকা বলে জানালেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন। এর আগে উপহার হিসেবে চীনের কাছ থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের মধ্য দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ ৯ জনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্ব
২ ঘণ্টা আগেমানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
২ ঘণ্টা আগেসভায় উপদেষ্টা জানান, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস লিমিটেড, রোয়ার ফ্যাশন লিমিটেড, মাহমুদ জিন্স লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড ও গোল্ডস্টার গার্মেন্টস
২ ঘণ্টা আগেদুদকের মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বেঙ্গল ও অ্যান্ড এম সার্ভিসেসের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখায় হিসাব খোলেন জন হক সিকদার। একই দিনে বিদ্যুৎকেন্দ্রের দুটি কার্যাদেশ বাস্তবায়নের কথা বলে ১৫০ কোটি টাকার বাই-মুরাবাহা ঋণের আবেদন করেন তিনি।
৩ ঘণ্টা আগে