Ajker Patrika

করোনায় মারা গেলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

প্রতিনিধি, সিলেট
করোনায় মারা গেলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইসরাইল হোসেন সিলেট–৩ আসনের আসন্ন উপ–নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় গত ৩ জুলাই তাঁর স্থলে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।

ইসরাইল হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল আহাম্মেদ। তিনি বলেন, ইসরাইল হোসেন করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর অবস্থার অবনতি হওয়ায় সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুপুরের দিকে তিনি মারা যান।

ইসরাইল হোসেন ছাড়াও ওই সময় করোনা আক্রান্ত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত