প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করোনার টিকা কেন্দ্রে প্রতিদিনই বিশৃঙ্খলা ঘটছে। ক্ষমতার দাপট দেখিয়ে লাইন ভেঙে আগে গিয়ে দাঁড়াচ্ছেন অনেকে। এমনকি টিকা দানের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হচ্ছেন কখনো। গতকাল শনিবার ও আজ রোববার সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, অনেকে ক্ষমতার অপব্যবহার করে সিরিয়াল ছাড়াই টিকা নেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় দিয়ে সবার আগে টিকা নেওয়ার জন্য হম্বিতম্বি করছেন।
আজ দুপুর ১২টায় টিকা কেন্দ্রে গিয়ে কথা হয় আসাদুল আলম নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, আমি মেসেজ পেয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে টিকা কেন্দ্রে আসি। এরপরেও হুড়োহুড়ির কারণে টিকা নিতে পারছি না। যে যার মতো এসে টিকা নিয়ে চলে যাচ্ছে।
সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে এসেছেন আসমাউল নামে এক প্রাবাসী। তিনি বলেন, আজ আমার টিকা নেওয়ার দিন ধার্য ছিল। সময়মতই লাইনে দাঁড়িয়ে দুপুর ১ টাও টিকা নিতে পারিনি। তাঁর অভিযোগ, কেউ এসে বলছেন ডিসি অফিসের লোক, কেউ বলছেন আদালতের লোক, আবার কেউ বলছেন পুলিশের লোক। এসব বলে সিরিয়াল ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
একই অভিযোগ করেন মরিয়ম নামে একজন। তিনি বলেন, মেসেজ পেয়ে শনিবার সকালে টিকা কেন্দ্রে আসেন। কিন্তু অব্যবস্থাপনার কারণে সিরিয়াল পেতে দেরি হয়ে যায়। ততক্ষণে টিকার শেষ হওয়ায় ফিরে যেতে হয় তাঁকে। তিনি আজ এসে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। তিনি বলেন, নিয়ম মেনে টিকা গ্রহণ করলে বিশৃঙ্খলা হওয়ার কথা না। কিন্তু কিছু মানুষ কেন্দ্রে এসেই ঝামেলা করছেন।
আজ এই প্রতিবেদকের সামনেই টিকা নিতে আসা আবদুস সালাম নামে এক ব্যক্তি নিজেকে জজকোর্টের কর্মচারী পরিচয় দিয়ে সিরিয়াল ভেঙে টিকা নেওয়ার চেষ্টা করেন। এসময় অন্যরা তাঁকে ঠেকিয়ে দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনা টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল বিন আমির এমন বিশৃঙ্খলার কথা স্বীকার করেন। তিনি বলেন, কিছু মানুষ কেন্দ্রে এসেই টিকা নেওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা ঘটছে। তাঁদের সিরিয়াল নিতে বললে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে উল্টো হুমকি দিয়ে যাচ্ছেন। এতে বিপাকে পড়ছেন টিকা কর্মীদের।
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে করোনার টিকা কেন্দ্রে প্রতিদিনই বিশৃঙ্খলা ঘটছে। ক্ষমতার দাপট দেখিয়ে লাইন ভেঙে আগে গিয়ে দাঁড়াচ্ছেন অনেকে। এমনকি টিকা দানের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হচ্ছেন কখনো। গতকাল শনিবার ও আজ রোববার সদর হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দেখা যায়, অনেকে ক্ষমতার অপব্যবহার করে সিরিয়াল ছাড়াই টিকা নেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় দিয়ে সবার আগে টিকা নেওয়ার জন্য হম্বিতম্বি করছেন।
আজ দুপুর ১২টায় টিকা কেন্দ্রে গিয়ে কথা হয় আসাদুল আলম নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, আমি মেসেজ পেয়ে সকাল সাড়ে ১০টার মধ্যে টিকা কেন্দ্রে আসি। এরপরেও হুড়োহুড়ির কারণে টিকা নিতে পারছি না। যে যার মতো এসে টিকা নিয়ে চলে যাচ্ছে।
সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে এসেছেন আসমাউল নামে এক প্রাবাসী। তিনি বলেন, আজ আমার টিকা নেওয়ার দিন ধার্য ছিল। সময়মতই লাইনে দাঁড়িয়ে দুপুর ১ টাও টিকা নিতে পারিনি। তাঁর অভিযোগ, কেউ এসে বলছেন ডিসি অফিসের লোক, কেউ বলছেন আদালতের লোক, আবার কেউ বলছেন পুলিশের লোক। এসব বলে সিরিয়াল ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
একই অভিযোগ করেন মরিয়ম নামে একজন। তিনি বলেন, মেসেজ পেয়ে শনিবার সকালে টিকা কেন্দ্রে আসেন। কিন্তু অব্যবস্থাপনার কারণে সিরিয়াল পেতে দেরি হয়ে যায়। ততক্ষণে টিকার শেষ হওয়ায় ফিরে যেতে হয় তাঁকে। তিনি আজ এসে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। তিনি বলেন, নিয়ম মেনে টিকা গ্রহণ করলে বিশৃঙ্খলা হওয়ার কথা না। কিন্তু কিছু মানুষ কেন্দ্রে এসেই ঝামেলা করছেন।
আজ এই প্রতিবেদকের সামনেই টিকা নিতে আসা আবদুস সালাম নামে এক ব্যক্তি নিজেকে জজকোর্টের কর্মচারী পরিচয় দিয়ে সিরিয়াল ভেঙে টিকা নেওয়ার চেষ্টা করেন। এসময় অন্যরা তাঁকে ঠেকিয়ে দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনা টিকা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়সাল বিন আমির এমন বিশৃঙ্খলার কথা স্বীকার করেন। তিনি বলেন, কিছু মানুষ কেন্দ্রে এসেই টিকা নেওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা ঘটছে। তাঁদের সিরিয়াল নিতে বললে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে উল্টো হুমকি দিয়ে যাচ্ছেন। এতে বিপাকে পড়ছেন টিকা কর্মীদের।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫