হাসপাতালে জায়গা নেই, কোভিড রোগীদের জন্য হোটেল খুঁজছে সরকার
সবার হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। সেসব রোগীর জন্য আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি। সেখানে ওষুধপত্র, ডাক্তার–নার্স থাকবে, কিছু অক্সিজেনের ব্যবস্থা রাখব। কারণ হাসপাতালে আর জায়গা নেই। হাসপাতাল খালিও নেই। তাই হোটেল খুঁজছি।