Ajker Patrika

জ্বর হলে কোভিড ও ডেঙ্গু পরীক্ষা করতে হবে

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ মেডিসিন বিশেষজ্ঞ
আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৫: ০০
জ্বর হলে কোভিড ও ডেঙ্গু পরীক্ষা  করতে হবে

কোভিড-১৯ এর সঙ্গে ডেঙ্গু জ্বরও এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এই দুটোই ভাইরাসজনিত রোগ। এদের প্রাথমিক লক্ষ্মণ বা উপসর্গও কিছুটা এক রকম। এ জন্য কারও জ্বর হলে কোভিড ও ডেঙ্গু দুটো পরীক্ষা একসঙ্গে করতে হবে।

কোভিড ও ডেঙ্গু দুটোর ক্ষেত্রেই জ্বর, গলাব্যথা, মাথাব্যথা, সর্দি, কাশি হয়ে থাকে। মুখে স্বাদ থাকে না। তবে করোনা ও ডেঙ্গুর লক্ষ্মণ বা উপসর্গে কিছু পার্থক্যও আছে। করোনার ক্ষেত্রে নাকে ঘ্রাণ থাকে না। কারও কারও পাতলা পায়খানা হয়। এ ছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে, যেটি ডেঙ্গুতে হয় না।

ডেঙ্গু হলে চার-পাঁচ দিন পরে শরীরে লাল অ্যালার্জির মতো র‍্যাশ হতে পারে। এ সময় রক্তের প্লাটিলেট কমে যায়। ফলে রক্তক্ষরণও হয়। নাক দিয়ে রক্ত, দাঁতের গোড়ায় রক্ত, মলত্যাগের সময় রক্তক্ষরণ হয়।

ডেঙ্গু ও করোনার মূল পার্থক্যটা হলো ডেঙ্গুতে প্রচণ্ড জ্বর হয়। গিরায় গিরায় ব্যথা থাকে। এটাকে এ জন্য বলে ব্রেক বোন ফিভার অর্থাৎ হাড় ভাঙা জ্বর। আর করোনার ক্ষেত্রে মূল সমস্যা হলো, এতে ফুসফুস আক্রান্ত হয়। ফলে শ্বাসকষ্ট ও কাশি হয়। দ্রুত অক্সিজেন কমে যায়। অক্সিজেন দিতে না পারলে রোগী মারা যায়।

এখন মহামারি চলছে এবং প্রাথমিক অবস্থায় করোনা ও ডেঙ্গু আলাদাভাবে বোঝা সম্ভব হয় না। এ জন্য কারও জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা হলে তার করোনা ও ডেঙ্গু দুটো টেস্টই করাতে হবে। মানুষ অনেক সময় জ্বর হলে অবহেলা করে ঘরে বসে থাকে। এটা ঠিক না। জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসককে দেখানো বা পরামর্শ নেওয়া উচিত।

আরেকটা ভুল অনেকেই করে, সেটা হলো জ্বর হলে নিজের ইচ্ছামতো ওষুধ খাওয়া। এটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সরাসরি গিয়ে ডাক্তার দেখানো সম্ভব না হলেও টেলিফোনের মাধ্যমে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। চিকিৎসকের ফলোআপে থাকতে হবে। আর পানি ও ফলমূল বেশি করে খেতে হবে। এটা শুধু অসুস্থ হলে নয়, সুস্থ মানুষকেও এটা করতে হবে।

কিছু লক্ষণ থাকলে রোগীকে হাসপাতালে নিতে হবে। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট বা রক্তক্ষরণ হলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। 

প্রত্যেককে মনে রাখতে হবে, করোনা রুখতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প আপাতত নেই। আর ডেঙ্গু মশাবাহিত রোগ। এটা প্রতিরোধ করতে বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত