প্রতিনিধি, কলকাতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। আপাতত আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিধি-নিষেধের মেয়াদ। আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা বিবৃতি থেকে এ কথা জানা যায়।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৫ আগস্টের আগে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলবে না। তবে সংরক্ষিত কামরার দূরপাল্লার ট্রেন চলবে। বাস, ট্রাম বা অন্যান্য গণ পরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে।
কলকাতা মেট্রো রেল চলবে। তবে যাত্রী থাকবে কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। অফিসগুলোকে অর্ধেক কর্মী নিয়ে কাজ চালাতে বলা হয়েছে। রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
সরকারি অনুষ্ঠানকেই শুধু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, অর্ধেক আসন ভর্তি করে কোনো হলের মধ্যে সরকারি অনুষ্ঠান করা যেতে পারে। তবে বেসরকারি অনুষ্ঠানে বিধিনিষেধ থাকছে।
এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টিকার জোগান কম থাকায় সরব হয়েছেন দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, মাত্র ২ কোটি টিকা পেয়েছে রাজ্য। কিন্তু প্রয়োজন ১৪ কোটির।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এখন সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৩৭০ জন। রাজ্যে মোটা আক্রান্ত ১৫ লাখ ২৫ হাজার ৭৭৩ এবং মৃত ১৮ হাজার ১০৯।
ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং মৃতের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬২। বর্তমানে ৪ লাখ ০৩ হাজার ৮৪০ জন অ্যাকটিভ রোগী রয়েছেন ভারতে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল। আপাতত আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিধি-নিষেধের মেয়াদ। আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা বিবৃতি থেকে এ কথা জানা যায়।
রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, ১৫ আগস্টের আগে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন চলবে না। তবে সংরক্ষিত কামরার দূরপাল্লার ট্রেন চলবে। বাস, ট্রাম বা অন্যান্য গণ পরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে।
কলকাতা মেট্রো রেল চলবে। তবে যাত্রী থাকবে কম। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। অফিসগুলোকে অর্ধেক কর্মী নিয়ে কাজ চালাতে বলা হয়েছে। রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
সরকারি অনুষ্ঠানকেই শুধু ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, অর্ধেক আসন ভর্তি করে কোনো হলের মধ্যে সরকারি অনুষ্ঠান করা যেতে পারে। তবে বেসরকারি অনুষ্ঠানে বিধিনিষেধ থাকছে।
এদিকে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে টিকার জোগান কম থাকায় সরব হয়েছেন দিল্লি সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, মাত্র ২ কোটি টিকা পেয়েছে রাজ্য। কিন্তু প্রয়োজন ১৪ কোটির।
পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এখন সক্রিয় রোগী রয়েছেন ১১ হাজার ৩৭০ জন। রাজ্যে মোটা আক্রান্ত ১৫ লাখ ২৫ হাজার ৭৭৩ এবং মৃত ১৮ হাজার ১০৯।
ভারতের মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং মৃতের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬৬২। বর্তমানে ৪ লাখ ০৩ হাজার ৮৪০ জন অ্যাকটিভ রোগী রয়েছেন ভারতে।
সব ধরনের বিবাহের জন্য ডেনমার্ক ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো নয়। তারা জন্ম সনদ বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না। ডেনমার্কে বিয়ের জন্য শুধু একটি সার্টিফিকেট দরকার হয়। এটি পেলে চার মাসের মধ্যে ডেনমার্ক সরকার বিয়ের অনুমতি দেয়। কিছু ক্ষেত্রে, যদি ডিভোর্সের কাগজপত্র পরিষ্কার না হয়, তবে কর্মকর্তারা একটি
৮ মিনিট আগেখামেনি বলেন, ‘এই ১২ দিনের যুদ্ধে ইরান অনেক বড় সম্মান অর্জন করেছে, যা সারা বিশ্ব এখন মেনে নিচ্ছে। এর মাধ্যমে ইরান বিশ্বকে তার অদম্য শক্তি, ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখিয়েছে। সবাই এখন বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ইরানের শক্তি কতটা।’
৩৭ মিনিট আগেচীনের তিয়ানজিন শহরের এক পরিবারে ৩০ লাখ ইউয়ান (৫ কোটি ১৬ লাখের বেশি টাকা) মূল্যের সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে উত্তপ্ত আইনি লড়াই এক নাটকীয় মোড় নিয়েছে। এই বিবাদের একপর্যায়ে তারা জানতে পারেন—তাদের কেউই আসলে মৃত বাবা-মায়ের জৈবিক সন্তান নন।
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উচ্চপদস্থ কর্মকর্তা কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়া একটি স্থায়ী পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রকে তা স্বীকৃতি দিতে হবে।
২ ঘণ্টা আগে