নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।
জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।
সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।
অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। জাতিসংঘের টিকা বিতরণ কর্মসূচি কোভ্যাক্সের মাধ্যমে থেকে দুই দফায় এই টিকা আসায় আগামীকাল রোববার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। আজ শনিবার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে উপহার পাওয়া টিকাগ্রহণকালে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭ লাখ ৮১ হাজার ডোজ এসেছে। এর আগে গত ২৪ জুলাই এসেছিল ২ লাখ ৪৫ হাজার ডোজ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান থেকে উপহার হিসেবে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রায় ১০ লাখ টিকা হাতে এসেছে। এই টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।
দেশে টিকার কোনো সংকট নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও গাইডলাইনে টিকা বিষয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৪০ লাখ। টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩০ লাখ। বর্তমানে সরকারের হাতে আছে ১ কোটি ২১ লাখ ডোজ।
জাহিদ মালেক জানান, চীন থেকে আরও ৩৪ লাখ ডোজ টিকা আগামী সপ্তাহে আসবে। এই মাসেই অ্যাস্ট্রাজেনেকার আরও টিকা আসবে। আগামী মাসে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
টিকাদান প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি সহজ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বয়স্করা যদি শুধু জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে। করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন। আমরা মৃত্যুর হার কমাতে চাই। তাই এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।
বিশ্ব জুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান। টিকাগুলো ইপিআইয়ের কেন্দ্রীয় স্টোরের ওয়াক ইনকুলার রুমে সংরক্ষণ করা হবে। এই টিকার ৩ কোটি ৪০ লাখ ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছিল বাংলাদেশ। দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে প্রতিষ্ঠানটি। পরে ভারত সরকারের নিষেধাজ্ঞায় আর টিকা দিতে পারেনি।
সরবরাহ সংকটে যারা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যায়নি। জাপান থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসায় সেই সংকটের অনেকটা নিরসন হতে যাচ্ছে।
সেন্টমার্টিনে যে কোনো প্রকার পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আজ শনিবার থেকে কার্যকর হয়েছে। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাস কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে...
১১ মিনিট আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৩১ মিনিট আগেকৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৫ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
৫ ঘণ্টা আগে