স্মার্টফোনেও মাইক্রোসফটের সফটওয়্যার চালাতে এল ‘উইন্ডোজ অ্যাপ’
আইফোন, অ্যাইপ্যাড, ম্যাক ও পিসির জন্য উইন্ডোজ অ্যাপ নিয়ে এল মাইক্রোসফট। দূরবর্তী পিসি, আজুর ভার্চুয়াল ডেস্কটপ, উইন্ডোজ ৩৬৫, মাইক্রোসফট ডেভ বক্স ও মাইক্রোসফট ডেস্কটপ সার্ভিসের স্ট্রিমিংয়ের জন্য এটি সেন্ট্রাল হাব (কেন্দ্র) হিসেবে ব্যবহৃত হবে।