কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
কোডিংয়ের জন্য ডেভেলপারদের কাছে জনপ্রিয় মাইক্রোসফটের ভিজ্যুয়াল স্টুডিও। কিন্তু অ্যাপটি আর ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হালনাগাদ করবে না মাইক্রোসফটে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এক্সডিএ এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোড এডিটরটির সর্বশেষ সংস্করণটি (১৭.৬) ম্যাক কম্পিউটার সমর্থন করবে না।
মাইক্রোসফটের এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত। কারণ কয়েক মাস ধরে মাইক্রোসফট ম্যাক ভিজ্যুয়াল স্টুডিও ১৭–কে মোটামুটি সক্রিয় সমর্থন করছিল। এডিটরটি সর্বশেষ জুন মাসে আপডেট পায়। আপডেটের আগে হট এক্সিট (সংরক্ষণ না করা ফাইলের ব্যাকআপ তৈরি করা)–এর মতো কিছু গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করা হয়, যা এডিটরটি ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।
অ্যাপটি ম্যাক কম্পিউটারে কী কারণে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হচ্ছে তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। মাইক্রোসফট বলছে, সর্বশেষ সংস্করণটি শুধু ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সমর্থন পাবে।
মাইক্রোসফটের পণ্য হলেও ম্যাকের ভিজ্যুয়াল স্টুডিওতে উইন্ডোজ অ্যাপ ডেভেলপ করা যায় না। মাইক্রোসফট শুধু জামারিন (২০১৬ সালে এটি অধিগ্রহণ করে) প্ল্যাটফর্মে আইওএস অ্যাপ তৈরির সুযোগ দেয়। জামারিন মূলত আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরির ওপেন সোর্স প্ল্যাটফর্ম।
উইন্ডোজের ভিজ্যুয়াল স্টুডিওতেও ম্যাক অ্যাপ তৈরি করা যায় না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই ভিজ্যুয়াল স্টুডিওর সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু জামারিন প্ল্যাটফর্মটিতে আইওএস, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অ্যাপ তৈরি করা যায়। তবে ম্যাকের জন্য অ্যাপ তৈরি করা যায় না।
ম্যাকে ভিজ্যুয়াল স্টুডিও ব্যবহার করতে চাইলে সি# ডেভ কিট এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে মাইক্রোসফট। এই এক্সটেনশনটি ম্যাক ও ওয়েব ভার্সনে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রোসফট বলছে, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য উইন্ডোজ ভার্চুয়াল মেশিন অথবা মাইক্রোসফট ডেভ বক্স ব্যবহার করা যাবে। এটি ডেভেলপারকে একটি ক্লাউড ভিত্তিক ভার্চুয়াল মেশিনের সুবিধা দেবে। সেখানে জামারিন এবং এফ#–এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে