Ajker Patrika

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৫, ০০: ০৭
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি
প্রতীকী ছবি। ছবি: এআই দিয়ে তৈরি

পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল (নিয়ন্ত্রণরেখা) বরাবর অরক্ষিত এলাকাগুলোতে গমের আটা মজুত করা শুরু করেছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকআউট মহড়া সফলভাবে সম্পন্ন করার জন্য ফিরোজপুর সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক (ডেপুটি কমিশনার) ও স্টেশন সদর দপ্তরের কাছে ‘সমর্থন ও সহযোগিতা’ চান। সেনানিবাসের এই দুই কর্মকর্তা পাঞ্জাব স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডকে (পিএসপিসিএল) মহড়ার নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বলেন। তিনি পিএসপিসিএলে পাঠানো একটি চিঠিতে বলেন, ‘সম্পূর্ণ ব্ল্যাকআউট বিবেচনা করে এই সময়টিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।’ এলাকার বেসামরিক নাগরিকদের এই বিষয়ে জানাতে একজন ব্যক্তি মাইকসহ ব্যাটারিচালিত রিকশায় শহরের চারপাশে ঘুরে ঘোষণা করেন।

গত মাসের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। সবকিছু মিলিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে ভারতের সঙ্গে টান টান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অরক্ষিত এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় গমের আটা মজুত করতে শুরু করেছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের খাদ্য দপ্তর। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় এলওসি-সংলগ্ন এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় আটা মজুত করা হচ্ছে। অধিবাসীদের চাহিদা পূরণে অন্তত দুই মাসের জন্য মজুত করা হচ্ছে এই আটা।

এজেকের খাদ্য দপ্তরের প্রধান চৌধুরী আকবর ইব্রাহিম ডনকে বলেন, ‘নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন গোটা অঞ্চলে অন্তত দুই মাসের আটা যাতে মজুত থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।’ তিনি জানান, বোমাবর্ষণ কিংবা সামরিক অভিযানের আশঙ্কা আছে, এমন জায়গা থেকে খাদ্যভান্ডার তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষদের, বিশেষ করে যারা শীতের সময় এবং ভারতের গোলাবর্ষণ শুরু হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, এই সময়টিতে যাতে তাদের খাদ্য সংকটে পড়তে না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পেহেলগামে হামলার ঘটনার পর থেকে এখন পর্যন্ত ভারত ও পাকিস্তান—উভয় দেশই বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে ভারত। আর এই কঠোর পদক্ষেপ দুই দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি করবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান—উভয় দেশই পুরো অঞ্চলের মালিকানা দাবি করে, তবে শাসন করে আংশিকভাবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির ‘চাপ’ দ্বারাও প্রভাবিত হবে। তাই ভারত যে পথই বেছে নিক না কেন এবং পাকিস্তান যেভাবেই সাড়া দিক না কেন, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত