Ajker Patrika

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের বেদনার ছবি

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০০: ০৭
আহত এক শিক্ষার্থীর ক্রন্দনরত মায়ের ছবিটি প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস
আহত এক শিক্ষার্থীর ক্রন্দনরত মায়ের ছবিটি প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।

বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই দুর্ঘটনার খবর বেশ গুরুত্বসহকারে প্রকাশ করেছে। প্রতিটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটিতে ৪ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা ক্লাস করছিল। আগুনে পুড়ে বহু শিক্ষার্থী ও অভিভাবক গুরুতর দগ্ধ হন। স্কুলের শিক্ষক মাসুদ তারিক বিবিসিকে বলেন, ‘আমি পেছনে তাকিয়ে শুধু আগুন আর ধোঁয়া দেখতে পাই।’ একই অভিজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকেরাও।

নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, বিমানটি যখন আঘাত হানে, তখন স্কুলের দ্বিতীয় তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে জ্বলতে থাকা বিমানটির জানালা ভেঙে ছাই হয়ে যেতে দেখেছেন তাঁরা। আহতদের দ্রুত বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আল জাজিরা জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া আহতদের মধ্যে একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আগেই মারা যায়। বাকিরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কান্না, চিৎকার ও আতঙ্কের মুহূর্তগুলো মানুষকে স্তব্ধ করে দিচ্ছে।

ঘটনার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি জাতির জন্য গভীর বেদনার মুহূর্ত। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং তদন্ত চালাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। মঙ্গলবার দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, মসজিদ-মন্দির-গির্জাসহ উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সিএনএন জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ রক্ত দিতে ছুটে এসেছে। স্কুলের আশপাশে হাজারো মানুষের ভিড়। কেউ নিখোঁজ সন্তানের খোঁজে, কেউবা আত্মীয়দের দগ্ধ মুখ দেখে কেঁদে ভেঙে পড়েছেন।

ঘটনা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে, এই দুর্ঘটনা একটি যান্ত্রিক ত্রুটির ফল। এটি জাতীয় ট্র্যাজেডি, যা দীর্ঘ সময় ধরে মানুষের মনে দাগ কেটে থাকবে।

এই বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক অঙ্গনে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্যই বেদনার এক সঞ্চার ঘটিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত