Ajker Patrika

মাঝপথে ভারতের উপরাষ্ট্রপতির পদ ছাড়লেন জগদীপ ধনকর

অনলাইন ডেস্ক
জগদীপ ধনকর। ছবি: সংগৃহীত
জগদীপ ধনকর। ছবি: সংগৃহীত

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে তিনি অবিলম্বে পদত্যাগ করছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে ৭৪ বছর বয়সী ধনকর বলেন, ‘নিজে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মেনে চলার জন্য আমি ভারতীয় সংবিধানের ৬৭ (ক) ধারা অনুযায়ী অবিলম্বে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি।’

ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে থাকা ধনকর এবারের বর্ষা অধিবেশনের প্রথম দিনেই পদত্যাগ করলেন। ২০২২ সালের আগস্টে তিনি এই পদে যোগদান করেন এবং তাঁর কার্যকালের মেয়াদ ছিল ২০২৭ সালের আগস্ট মাস পর্যন্ত।

ধনকরের পদত্যাগের কারণে উপরাষ্ট্রপতির পদে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের ৬৮ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী, উপরাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে শূন্য হওয়া পদ পূরণের জন্য ‘যত তাড়াতাড়ি সম্ভব’ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধানের ৬৮ অনুচ্ছেদের ২ নম্বর ধারায় বলা হয়েছে, ‘উপরাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে, পদটি শূন্য হওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত ব্যক্তি, ৬৭ অনুচ্ছেদের বিধান সাপেক্ষে যেদিন তিনি তাঁর পদে প্রবেশ করবেন সেই তারিখ থেকে পাঁচ বছরের পূর্ণ মেয়াদের জন্য পদে অধিষ্ঠিত হতে পারবেন।’

উপরাষ্ট্রপতির পদটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। তিনি পাঁচ বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকেন, তবে উত্তরাধিকারী পদে যোগদান না করা পর্যন্ত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তিনি পদে বহাল থাকতে পারেন।

ভারতীয় সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলী কর্তৃক সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এই পদের জন্য যোগ্য হতে হলে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। সংবিধানে আরও বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি ভারত সরকার বা কোনো রাজ্য সরকার বা কোনো অধীনস্থ স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি যোগ্য হবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত