অনলাইন ডেস্ক
ইসরায়েলি নৃশংসতায় গাজা উপত্যকায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৩৫ ফিলিস্তিনি। আজ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত এত সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৮ জন ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। উপত্যকার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
মানবিক সংগঠন রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছে আরও কমপক্ষে ১১৮ জন। তাদের তথ্যমতে, সকাল থেকে এখন পর্যন্ত আহত হয়ে গাজা সিটির আল-কুদস হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নাবুলসি জাংশনে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এর আগে, গতকাল সোমবারও উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৬৫ ফিলিস্তিনি। আল-জাজিরার তথ্যমতে, গতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু তারা কোথায় সরে যাবেন, সে ব্যাপারে কোনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক হামলায় ঘরবাড়ি ও মসজিদে গোলাবর্ষণের ফলে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গতকাল সোমবার সকালে দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, শহরের মধ্যে ইসরায়েলি ট্যাংক প্রবেশের সময়ই গুলির শব্দ শোনা যাচ্ছিল। তিনি বলেন, ‘পুরো শহরজুড়েই ইসরায়েলি হামলা চলছে। গতরাতে ঘুমানোর কোনো সুযোগই ছিল না। ইসরায়েলি বিমান, ট্যাংক এবং নৌবাহিনীর গানবোট থেকে একযোগে আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছে। শহরের আরও তিনটি চত্বর ধ্বংস করা হয়েছে এবং বহু আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
এর আগে, রোববারের হামলায় অন্তত ১৩৪ ফিলিস্তিনি নিহত হন এবং ১ হাজার ১৫৫ জন আহত হন। গত বছর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।
ইসরায়েলি নৃশংসতায় গাজা উপত্যকায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৩৫ ফিলিস্তিনি। আজ মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত এত সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে ৮ জন ইসরায়েল-মার্কিন সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। উপত্যকার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
মানবিক সংগঠন রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছে আরও কমপক্ষে ১১৮ জন। তাদের তথ্যমতে, সকাল থেকে এখন পর্যন্ত আহত হয়ে গাজা সিটির আল-কুদস হাসপাতালে ১১৮ জন ভর্তি হয়েছে। শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা নাবুলসি জাংশনে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এর আগে, গতকাল সোমবারও উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৬৫ ফিলিস্তিনি। আল-জাজিরার তথ্যমতে, গতকাল সোমবার প্রথমবারের মতো মধ্য গাজার দেইর-আল-বালাহে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, উপত্যকার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলেও শুরু করেছে স্থল অভিযান। এর আগে এই দুই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। কিন্তু তারা কোথায় সরে যাবেন, সে ব্যাপারে কোনো পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক হামলায় ঘরবাড়ি ও মসজিদে গোলাবর্ষণের ফলে অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গতকাল সোমবার সকালে দেইর আল-বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, শহরের মধ্যে ইসরায়েলি ট্যাংক প্রবেশের সময়ই গুলির শব্দ শোনা যাচ্ছিল। তিনি বলেন, ‘পুরো শহরজুড়েই ইসরায়েলি হামলা চলছে। গতরাতে ঘুমানোর কোনো সুযোগই ছিল না। ইসরায়েলি বিমান, ট্যাংক এবং নৌবাহিনীর গানবোট থেকে একযোগে আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছে। শহরের আরও তিনটি চত্বর ধ্বংস করা হয়েছে এবং বহু আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’
এর আগে, রোববারের হামলায় অন্তত ১৩৪ ফিলিস্তিনি নিহত হন এবং ১ হাজার ১৫৫ জন আহত হন। গত বছর অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ হাজার ২৯ জনে।
বিশ্বখ্যাত কোমলপানীয় নির্মাতা কোকা-কোলা নিশ্চিত করেছে, আসন্ন শরতে মার্কিন যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি একটি নতুন সংস্করণ বাজারে আনছে কোম্পানিটি। তবে কোকা-কোলার মূল রেসিপিতে কোনো পরিবর্তন আসছে না।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক
২ ঘণ্টা আগেসম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান ১ হাজার ৬২ জন মানুষকে হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। আজ মঙ্গলবার সাপ্তাহিক এক প্রেস ব্রিফিংয়ে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজারানি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৮৬ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য এবং ২৭৬ জন ছিলেন বেসামরিক নাগরিক।
৩ ঘণ্টা আগে২০২৪ সালে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ লাখ ৮ হাজারে, যাঁদের মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। সরকার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর পাকিস্তানি আশ্রয়প্রার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৪২ জনে। উল্লেখযোগ্য হারে আবেদন বেড়েছে ভিয়েতনামিজ নাগরি
৫ ঘণ্টা আগে