Ajker Patrika

মামদানির প্রসঙ্গ উঠতেই ফুঁসে উঠলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২১: ০০
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বায়ে) ও নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বায়ে) ও নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির কিছু নির্বাচনী প্রস্তাবকে ‘নিরর্থক ও মূর্খামি’ বলে মন্তব্য করেছেন। ‘দ্য ফুল সেন্ড পডকাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, এই ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে মামদানি মেয়র নির্বাচিত হলেও মাত্র এক মেয়াদই টিকতে পারবেন।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ওই পডকাস্টে বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতানিয়াহু। এর মধ্যে ছিল গাজায় চলমান যুদ্ধ, ইরান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খাদ্য পছন্দ এবং আমেরিকায় ইহুদিবিদ্বেষের উত্থান। আলোচনাটির একপর্যায়ে মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ আখ্যায়িত করেন উপস্থাপক অ্যারন স্টাইনি স্টেইনবার্গ এবং এ বিষয়ে নেতানিয়াহুর মতামত জানতে চান।

মামদানির বিভিন্ন প্রস্তাব নিয়ে নেতানিয়াহু বলেন, ‘আপনি পুলিশের খরচ কমাতে চান? আপনি কি চান মানুষ দোকানে ঢুকে চুরি করুক আর কেউ বাধা না দিক? এটাকে কি আপনি ভালো সমাজ মনে করেন?’

তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি পরিষ্কারভাবে বলেছেন, তিনি পুলিশের তহবিল কমাতে চান না, বরং সেই অর্থের পুনর্বিন্যাস করতে চান, যাতে পুলিশ গুরুতর অপরাধ দমনেই মনোযোগ দেয়।

ইসরায়েলের বাইরে নিউইয়র্ক শহরেই সবচেয়ে বেশি প্রায় ১২ লাখ ইহুদি জনসংখ্যা রয়েছে। নেতানিয়াহুর এই মন্তব্য নিউইয়র্কের রক্ষণশীল ইহুদিদের একাংশকে প্রভাবিত করতে পারে, যদিও তিনি উদারপন্থী ইহুদিদের কাছে তেমন জনপ্রিয় নন। আর নিউইয়র্ক শহরে ডেমোক্র্যাটদের আধিক্য থাকায় এই প্রভাব আরও সীমিত হতে পারে।

মামদানি এর আগে ইসরায়েলের গাজা হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন, তিনি মেয়র হলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে নেতানিয়াহুকে নিউইয়র্কে পেলে গ্রেপ্তার করবেন। ইসরায়েল অবশ্য গাজায় তাদের সামরিক অভিযানে ‘গণহত্যা’ হচ্ছে, এমন দাবি অস্বীকার করে আসছে।

মামদানির একজন মুখপাত্র নেতানিয়াহুর মন্তব্যের বিষয়ে সোমবার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। মামদানির প্রসঙ্গে নেতানিয়াহু আরও বলেছেন, ‘আপনি ধনীদের ওপর অতিরিক্ত কর বসাতে চান? আপনি কি ব্যবসা-বাণিজ্য ধ্বংস করতে চান? এসব করে একটা মেয়াদও টেকা মুশকিল।’ তিনি মামদানির কর প্রস্তাবকে ‘বাস্তবতা দ্বারা ধাক্কা খাওয়ার মতো’ উল্লেখ করে বলেন, মানুষ যখন বাস্তবের সঙ্গে ধাক্কা খায়, তখন বোঝে এসব কতটা মূর্খামি।

নিউইয়র্কের আসন্ন নভেম্বরের নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস, রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো, যিনি তৃতীয় দল থেকে প্রার্থী হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।

অ্যাডামস ও কুওমো দুজনই মামদানির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষ’ ইস্যুতে সরব হয়েছেন। যদিও মামদানি নিজেকে ইহুদিবিদ্বেষী মানতে নারাজ। ইতিমধ্যে তিনি সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এবং মার্কিন কংগ্রেসম্যান জেরি ন্যাডলারের মতো প্রভাবশালী ইহুদি নেতাদের সমর্থন পেয়েছেন এবং নিউইয়র্ক শহরের বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধ কর্মসূচির জন্য ৮০০ শতাংশ বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত