আজকের পত্রিকা ডেস্ক
তিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গতকাল সোমবার, নিয়মিত ভাষণে জেলেনস্কি জানিয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘আজ উমেরভের সঙ্গে বন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কে অনুষ্ঠেয় আরেকটি বৈঠক নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনাটি বুধবার অনুষ্ঠিত হবে।’
তবে আলোচনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। যদিও রুশ বার্তা সংস্থা রিয়া এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে চলবে আলোচনা। তুরস্ক সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মে ও জুনে যেখানে আলোচনা হয়েছে সেখানেই এবারের আলোচনা অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকগুলো যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি না হলেও বন্দি বিনিময়ের পথ খুলেছিল। এবারও আলোচনায় বন্দি বিনিময় ও জেলেনস্কি-পুতিন সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
তবে রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছে না ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষের অবস্থান এখনো একেবারে বিপরীত। ফলে সামনে দীর্ঘ কূটনৈতিক পথ পাড়ি দিতে হবে।’
এর আগে গত সপ্তাহে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দেন জেলেনস্কি। এ প্রস্তাব আসে এমন এক সময়ে, যখন আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য নতুন অস্ত্র সহায়তারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদারের পর এসেছে এসব ঘোষণা।
গতকাল সোমবার দিবাগত রাতেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। এক শিশু নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এর আগে রাজধানী কিয়েভের ছয়টি এলাকাও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের পোকরোভস্কে প্রায় ৫০টি রুশ হামলা প্রতিহত করেছে তারা। এরই মধ্যে রুশ ‘দস্যু দল’ পোকরোভস্কে ঢোকারও চেষ্টা করছে বলে জানিয়েছে সেনাপ্রধান ওলেকসান্দার সিরস্কি।
তিন বছর ধরে চলা যুদ্ধে অবসান ঘটাতে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আগামী বুধবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে দুই দেশের মধ্যকার নতুন শান্তি আলোচনা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গতকাল সোমবার, নিয়মিত ভাষণে জেলেনস্কি জানিয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘আজ উমেরভের সঙ্গে বন্দি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কে অনুষ্ঠেয় আরেকটি বৈঠক নিয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনাটি বুধবার অনুষ্ঠিত হবে।’
তবে আলোচনার ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মস্কো। যদিও রুশ বার্তা সংস্থা রিয়া এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলে বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে চলবে আলোচনা। তুরস্ক সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মে ও জুনে যেখানে আলোচনা হয়েছে সেখানেই এবারের আলোচনা অনুষ্ঠিত হবে।
ওই বৈঠকগুলো যুদ্ধবিরতি ইস্যুতে কার্যকর কোনো অগ্রগতি না হলেও বন্দি বিনিময়ের পথ খুলেছিল। এবারও আলোচনায় বন্দি বিনিময় ও জেলেনস্কি-পুতিন সম্ভাব্য সরাসরি সাক্ষাৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
তবে রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছে না ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষের অবস্থান এখনো একেবারে বিপরীত। ফলে সামনে দীর্ঘ কূটনৈতিক পথ পাড়ি দিতে হবে।’
এর আগে গত সপ্তাহে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাব দেন জেলেনস্কি। এ প্রস্তাব আসে এমন এক সময়ে, যখন আগামী ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া, ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য নতুন অস্ত্র সহায়তারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদারের পর এসেছে এসব ঘোষণা।
গতকাল সোমবার দিবাগত রাতেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে গ্লাইড বোমা দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় বিধ্বস্ত হয়েছে একটি আবাসিক ভবন। এক শিশু নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। এর আগে রাজধানী কিয়েভের ছয়টি এলাকাও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মস্কো।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের পোকরোভস্কে প্রায় ৫০টি রুশ হামলা প্রতিহত করেছে তারা। এরই মধ্যে রুশ ‘দস্যু দল’ পোকরোভস্কে ঢোকারও চেষ্টা করছে বলে জানিয়েছে সেনাপ্রধান ওলেকসান্দার সিরস্কি।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলি অবশিষ্ট জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার জন্য সময় নির্ধারিত ছিল। সেই সময়ের মধ্যে হামাস কারিগরি অক্ষমতা দেখিয়ে মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেছে। তবে জানিয়েছে, তারা মরদেহ ফেরত দিতে ‘প্রতিশ্রুতিবদ্ধ।’
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বাহিনী ক্যারিবিয়ান সাগরে একটি ‘মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে’। তাঁর দাবি, সাবমেরিনটি ‘একটি পরিচিত মাদক পাচার রুট ধরে’ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। ওই সাবমেরিনে থাকা চার ব্যক্তির মধ্যে দুজন নিহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৫০০-এর বেশি স্থানে তাদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে, যাতে লাখো মানুষ অংশ নেবে। তাদের দাবি, ট্রাম্পের ‘স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসন’ রুখতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। তাদের ওয়েবসাইটে লেখা, ‘প্রেসিডেন্ট মনে করেন, তিনিই সর্বেসর্বা।
১০ ঘণ্টা আগেসর্বশেষ সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকটি কেমন ছিল, তা একটি শব্দ দিয়েই বর্ণনা করা যায়। আর তা হলো ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বা জেলেনস্কির ভাষায় ‘তীক্ষ্ণ’ (pointed)। তিনি নিজেই এক্সে এভাবে লিখেছেন। এই শব্দের অর্থ বিশ্লেষণ না করলেও বোঝা যায়, জেলেনস্কি আসলে এর মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন।
১১ ঘণ্টা আগে