Ajker Patrika

নেটফ্লিক্স গেম খেলা যাবে টিভি, উইন্ডোজ, ম্যাকেও

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২২: ০১
নেটফ্লিক্স গেম খেলা যাবে টিভি, উইন্ডোজ, ম্যাকেও

ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে। 

প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।

প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।

এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।

ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।

এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রদলের সভাপতির বেয়াদবি ছুটায় দেব: জামায়াত নেতা সাঈদের ফেসবুক পোস্ট

বিবৃতি দিয়ে রাত ১০টার পর থেকে নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

ডাকসুর ফলাফল ঘোষণায় বিলম্বের কারণ জানালেন রিটার্নিং কর্মকর্তা

নেপালের অর্থমন্ত্রীকে দিগম্বর করে নদীতে নিক্ষেপ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত