ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে।
প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।
প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।
এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।
ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।
এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।
ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে।
প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।
প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।
এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।
ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।
এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের জন্য একটি বিস্তৃত রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে, পাশাপাশি প্রশাসনের ভাষায় ‘দাফতরিক জটিলতা’ ও ‘আদর্শিক পক্ষপাতিত্ব’ দূর করার ঘোষণা দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে বিশ্ব পরিবর্তন করছে। এর প্রভাবে কিছু পেশা সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে চলেছে—এমন সতর্কবার্তা দিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাস্টমার সার্ভিস খাতে...
২ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নির্মাণ একটি জনপ্রিয় পেশা ও শখে পরিণত হয়েছে। তবে ভালো কনটেন্টের পাশাপাশি যেটি দর্শকের দৃষ্টি আকর্ষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, তা হলো থাম্বনেইল। একটি আকর্ষণীয় ও প্রাসঙ্গিক থাম্বনেইলই পারে ভিডিওকে হাজারো ভিডিওর ভিড়ে আলাদা করে তুলতে। থাম্বনেইল হলো মূলত ভিডিওর ‘প্রথম
৩ ঘণ্টা আগেতরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো আয়োজন করেছে টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি প্রাঙ্গণে আজ বুধবার (২৩ জুলাই) দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় দেশের বিভিন্ন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, উদ্ভাবক...
১২ ঘণ্টা আগে