আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে বিশ্ব পরিবর্তন করছে। এর প্রভাবে কিছু পেশা সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে চলেছে—এমন সতর্কবার্তা দিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাস্টমার সার্ভিস খাতে মানুষ নয়, ভবিষ্যতে কেবল এআই-ই কাজ করবে।
বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্টম্যান স্পষ্ট ভাষায় বলেছেন, গ্রাহকসেবার ক্ষেত্রে এআই ইতিমধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে জটিল প্রশ্নেরও সঠিক উত্তর দিতে সক্ষম। তিনি বলেন, ‘আপনি যখন কাস্টমার সাপোর্টে কল করছেন, বুঝে নিন—এটা একটি এআই এবং তাতে কোনো সমস্যা নেই।’
অল্টম্যানের ভাষ্য, এই খাতে এআই প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এটি মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারছে, তা-ও ভুল ছাড়া এবং কাউকে অপেক্ষা না করেই।
চিকিৎসা খাত নিয়েও মন্তব্য করেন অল্টম্যান। তিনি বলেন, এখন এমন সময় এসেছে, যখন চ্যাটজিপিটির মতো এআই টুল অনেক ক্ষেত্রেই মানুষের চেয়ে ভালো রোগ নির্ণয় করতে পারে। যদিও তিনি এটাও স্পষ্ট করে বলেন, নিজের চিকিৎসার জন্য পুরোপুরি কোনো যন্ত্রের ওপর নির্ভর করতে তিনি স্বস্তি বোধ করবেন না। তাঁর ভাষায়, ‘আমি নিজে কোনো যন্ত্রের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে চাই না, একজন মানব চিকিৎসক থাকবেই।’
ওপেনএআই এখন মার্কিন রাজধানী ওয়াশিংটনে নিজেদের কার্যক্রম বিস্তারের পরিকল্পনায় রয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে একটি অফিস খুলছে। এই সফরকে অনেকে মনে করছেন, আগের কঠোর নিয়ন্ত্রণের আহ্বান থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত। কারণ, ট্রাম্প প্রশাসনের নতুন ‘এআই অ্যাকশন প্ল্যান’-এ জোর দেওয়া হচ্ছে প্রযুক্তির বিকাশ ও অবকাঠামোগত উন্নয়নে।
তবে ঝুঁকির দিকটি উপেক্ষা করেননি অল্টম্যান। তিনি সতর্ক করেন, এআইয়ের অপব্যবহার বিশেষ করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে প্রতারণার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে, তা হলো আর্থিক খাতে কোনো দুর্বৃত্ত রাষ্ট্রের এআই ব্যবহার করে সাইবার হামলা চালানোর সম্ভাবনা।’
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে বিশ্ব পরিবর্তন করছে। এর প্রভাবে কিছু পেশা সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে চলেছে—এমন সতর্কবার্তা দিলেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কাস্টমার সার্ভিস খাতে মানুষ নয়, ভবিষ্যতে কেবল এআই-ই কাজ করবে।
বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্টম্যান স্পষ্ট ভাষায় বলেছেন, গ্রাহকসেবার ক্ষেত্রে এআই ইতিমধ্যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে জটিল প্রশ্নেরও সঠিক উত্তর দিতে সক্ষম। তিনি বলেন, ‘আপনি যখন কাস্টমার সাপোর্টে কল করছেন, বুঝে নিন—এটা একটি এআই এবং তাতে কোনো সমস্যা নেই।’
অল্টম্যানের ভাষ্য, এই খাতে এআই প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এটি মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারছে, তা-ও ভুল ছাড়া এবং কাউকে অপেক্ষা না করেই।
চিকিৎসা খাত নিয়েও মন্তব্য করেন অল্টম্যান। তিনি বলেন, এখন এমন সময় এসেছে, যখন চ্যাটজিপিটির মতো এআই টুল অনেক ক্ষেত্রেই মানুষের চেয়ে ভালো রোগ নির্ণয় করতে পারে। যদিও তিনি এটাও স্পষ্ট করে বলেন, নিজের চিকিৎসার জন্য পুরোপুরি কোনো যন্ত্রের ওপর নির্ভর করতে তিনি স্বস্তি বোধ করবেন না। তাঁর ভাষায়, ‘আমি নিজে কোনো যন্ত্রের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে চাই না, একজন মানব চিকিৎসক থাকবেই।’
ওপেনএআই এখন মার্কিন রাজধানী ওয়াশিংটনে নিজেদের কার্যক্রম বিস্তারের পরিকল্পনায় রয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে একটি অফিস খুলছে। এই সফরকে অনেকে মনে করছেন, আগের কঠোর নিয়ন্ত্রণের আহ্বান থেকে কিছুটা সরে আসার ইঙ্গিত। কারণ, ট্রাম্প প্রশাসনের নতুন ‘এআই অ্যাকশন প্ল্যান’-এ জোর দেওয়া হচ্ছে প্রযুক্তির বিকাশ ও অবকাঠামোগত উন্নয়নে।
তবে ঝুঁকির দিকটি উপেক্ষা করেননি অল্টম্যান। তিনি সতর্ক করেন, এআইয়ের অপব্যবহার বিশেষ করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে প্রতারণার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘যা আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে, তা হলো আর্থিক খাতে কোনো দুর্বৃত্ত রাষ্ট্রের এআই ব্যবহার করে সাইবার হামলা চালানোর সম্ভাবনা।’
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
১ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৩ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ দিন আগে