প্রযুক্তি ডেস্ক
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এ সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এদিকে, এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি।
মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন।
আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এ সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
এদিকে, এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি।
মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন।
আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৪ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
৫ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
৫ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
৬ ঘণ্টা আগে