Ajker Patrika

এআই প্রতিযোগিতায় পিছিয়ে অ্যাপল, এবার আনছে ‘অ্যানসার ইঞ্জিন’

অনলাইন ডেস্ক
বহুদিন ধরেই এআই নিয়ে কাজ করছে অ্যাপল। ছবি: অ্যাপল
বহুদিন ধরেই এআই নিয়ে কাজ করছে অ্যাপল। ছবি: অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে তারা। এ তথ্য জানিয়েছেন ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান।

ব্লুমবার্গের প্রতিবেদন বলা হয়, অ্যাপলের এই নতুন দলের নাম ‘অ্যানসারস, নলেজ অ্যান্ড ইনফরমেশন’। দলটি একটি বিশেষ ধরনের ‘অ্যানসার ইঞ্জিন’ তৈরির কাজ করছে, যা ইন্টারনেটজুড়ে ছড়িয়ে থাকা তথ্য ব্যবহার করে প্রশ্নের উত্তর দিতে পারবে। এটি একটি স্বতন্ত্র অ্যাপ হিসেবেও চালু হতে পারে বা সিরি, সাফারি বা অন্যান্য অ্যাপলের সেবা ও পণ্যের সঙ্গে একীভূত করেও চালানো যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যাপল ইতিমধ্যেই এই দলের জন্য কর্মী নিয়োগ শুরু করেছে। বিশেষভাবে যাঁদের সার্চ অ্যালগরিদম ও সার্চ ইঞ্জিন উন্নয়নের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এর আগে অ্যাপল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিতে চ্যাটজিপিটি যুক্ত করলেও আরও ব্যক্তিকেন্দ্রিক ও এআইচালিত সংস্করণ চালুর পরিকল্পনা বারবার পিছিয়ে যাচ্ছে।

এদিকে গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলা অ্যান্টিট্রাস্ট মামলায় পরাজয়ের পর সার্চ চুক্তি পুনর্বিবেচনার বিষয়েও অ্যাপলকে ভাবতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপলের এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুগল, মাইক্রোসফট এবং ওপেনএআইয়ের সঙ্গে এআই প্রতিযোগিতায় সরাসরি যুক্ত হলো। দ্রুতগতিতে এআই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সেরা মেধাবীদের নিয়োগ দিতে মরিয়া এসব প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফট শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে দক্ষ এআই গবেষকদের নিজেদের দলে ভেড়ানোর কারণে শিরোনামেও এসেছে।

বহুদিন ধরেই এআই নিয়ে কাজ করছে অ্যাপল। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও প্রতিযোগীদের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে তারা। ব্যবহারকারীদের দীর্ঘদিন ধরেই প্রতীক্ষায় রাখলেও এখনো কনভার্সেশনাল বা কথোপকথনভিত্তিক সিরি উন্মুক্ত করতে পারেনি অ্যাপল। ধারণা করা হচ্ছে, এটি আইওএস ১৭-এর আগে আসছে না।

এদিকে আগামী বছরের জন্য অ্যাপলের নানা এআই পরিকল্পনা থাকলেও, এই উন্নত ফিচারগুলো ঠিক কবে নাগাদ ব্যবহারকারীদের হাতে পৌঁছাবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত