আজকের পত্রিকা ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
জাপানি কোম্পানি ক্যাসিও কম্পিউটার কোং তৈরি করেছে এই মোফলিন রোবট। এটি ৪০ লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। যে ব্যক্তি মোফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে, তাকে সে মালিক হিসেবে চিনে নেয়। ব্যবহারকারীর আদর, কোলে নেওয়া বা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ-অপছন্দ বুঝতে শেখে।
মোফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইচিকাওয়া (৪২) বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী, যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে।’
ছোট ছোট প্রাণীর মতো দেখতে একটি রোবটের প্রোটোটাইপ নিয়ে তৈরি করেন ক্যাসিওর এক প্রকৌশলী। এরপরই এআই দিয়ে এই ধরনের রোবট পোষা প্রাণী তৈরির প্রকল্প শুরু হয়।
মোফলিনকে বাজার ছাড়া হয় ২০২৪ সালের নভেম্বরে। মার্চের মধ্যেই বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত হাজারের বেশি ইউনিট বিক্রি হয়।
ক্যাসিও জানায়, বিশেষ করে ৩০ দশকের শেষ ভাগ এবং ৪০ দশকের শুরুর নারীদের মধ্যে এই রোবট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আবার অবসরের দিনে একে ঘুরতে নিয়ে যান বলে জানান ইচিকাওয়া।
ইচিকাওয়া আরও বলেন, ‘মানুষ অনুভব করে যে তাদের মোফলিন অন্যদের মোফলিন থেকে আলাদা। কারণ, এই রোবটগুলো প্রাণীর মতো নিজস্ব ব্যক্তিত্ব ও আবেগ প্রকাশ করে। এমনকি এদের ঘুমের ধরনও আলাদা হতে পারে।’
মোফলিনের দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৪০০ ইয়েন (প্রায় ৪৮ হাজার ৪৬৫ টাকা)। এ ছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি ‘সেলুন’। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়।
তথ্যসূত্র: জাপান টুডে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
জাপানি কোম্পানি ক্যাসিও কম্পিউটার কোং তৈরি করেছে এই মোফলিন রোবট। এটি ৪০ লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। যে ব্যক্তি মোফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে, তাকে সে মালিক হিসেবে চিনে নেয়। ব্যবহারকারীর আদর, কোলে নেওয়া বা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ-অপছন্দ বুঝতে শেখে।
মোফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইচিকাওয়া (৪২) বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী, যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে।’
ছোট ছোট প্রাণীর মতো দেখতে একটি রোবটের প্রোটোটাইপ নিয়ে তৈরি করেন ক্যাসিওর এক প্রকৌশলী। এরপরই এআই দিয়ে এই ধরনের রোবট পোষা প্রাণী তৈরির প্রকল্প শুরু হয়।
মোফলিনকে বাজার ছাড়া হয় ২০২৪ সালের নভেম্বরে। মার্চের মধ্যেই বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত হাজারের বেশি ইউনিট বিক্রি হয়।
ক্যাসিও জানায়, বিশেষ করে ৩০ দশকের শেষ ভাগ এবং ৪০ দশকের শুরুর নারীদের মধ্যে এই রোবট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আবার অবসরের দিনে একে ঘুরতে নিয়ে যান বলে জানান ইচিকাওয়া।
ইচিকাওয়া আরও বলেন, ‘মানুষ অনুভব করে যে তাদের মোফলিন অন্যদের মোফলিন থেকে আলাদা। কারণ, এই রোবটগুলো প্রাণীর মতো নিজস্ব ব্যক্তিত্ব ও আবেগ প্রকাশ করে। এমনকি এদের ঘুমের ধরনও আলাদা হতে পারে।’
মোফলিনের দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৪০০ ইয়েন (প্রায় ৪৮ হাজার ৪৬৫ টাকা)। এ ছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি ‘সেলুন’। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়।
তথ্যসূত্র: জাপান টুডে
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে