অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
যখন দুই বা তার বেশি কনটেন্ট নির্মাতা (যেমন ইউটিউবার বা ইনস্টাগ্রামার) মিলে একটি ভিডিও বা পোস্ট তৈরি করেন, তখন সেটিকে কোলাবোরেশন বলা হয়। এতে উভয়ের নাম থাকে, এবং পোস্টটি দুজনের প্রোফাইলে দেখা যায়। এতে করে দুই অ্যাকাউন্টের দর্শক একে অপরের চ্যানেল খুঁজে পাবে। এই ফিচার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে সাহায্য করে।
বর্তমানে সীমিত সংখ্যক নির্ভরযোগ্য ক্রিয়েটরদের চ্যানেলে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে ইউটিউব শিগগিরই এটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করছে।
এ পর্যন্ত জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টের একটি ভিডিওতে এই ফিচার দেখা গেছে। এতে তার সঙ্গে ছিলেন মার্ক রোবার, বেন আজেলার্ট ও দ্য স্টোক টুইনস।
ফিচারটির কার্যপ্রণালী ইনস্টাগ্রাম ও টিকটকের মতোই। মূল ক্রিয়েটরের নামের ওপর ক্লিক করলে একটি পপ-আপ খুলবে, যেখানে সব ট্যাগ করা কলাবোরেটরের নাম থাকবে এবং তাদের পাশে একটি করে সাবস্ক্রাইব বাটন দেখা যাবে।
তবে অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইউটিউবেও যে কেউ ইচ্ছামতো অন্যদের ট্যাগ করতে পারবেন না। বরং, ট্যাগ হওয়ার জন্য অপর পক্ষের সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ, কোলাবোরটের হিসেবে তালিকাভুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ গ্রহণ করতে হবে।
ইনস্টাগ্রাম ও টিকটকের মতো কোলাব ফিচার আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ভিডিওতে সরাসরি কোলাবোরেটরদের ট্যাগ করা যাবে। ইউটিউবের হেল্প ফোরামে এ তথ্য জানান গুগলের এক কর্মী।
যখন দুই বা তার বেশি কনটেন্ট নির্মাতা (যেমন ইউটিউবার বা ইনস্টাগ্রামার) মিলে একটি ভিডিও বা পোস্ট তৈরি করেন, তখন সেটিকে কোলাবোরেশন বলা হয়। এতে উভয়ের নাম থাকে, এবং পোস্টটি দুজনের প্রোফাইলে দেখা যায়। এতে করে দুই অ্যাকাউন্টের দর্শক একে অপরের চ্যানেল খুঁজে পাবে। এই ফিচার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়াতে সাহায্য করে।
বর্তমানে সীমিত সংখ্যক নির্ভরযোগ্য ক্রিয়েটরদের চ্যানেলে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে ইউটিউব শিগগিরই এটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করছে।
এ পর্যন্ত জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টের একটি ভিডিওতে এই ফিচার দেখা গেছে। এতে তার সঙ্গে ছিলেন মার্ক রোবার, বেন আজেলার্ট ও দ্য স্টোক টুইনস।
ফিচারটির কার্যপ্রণালী ইনস্টাগ্রাম ও টিকটকের মতোই। মূল ক্রিয়েটরের নামের ওপর ক্লিক করলে একটি পপ-আপ খুলবে, যেখানে সব ট্যাগ করা কলাবোরেটরের নাম থাকবে এবং তাদের পাশে একটি করে সাবস্ক্রাইব বাটন দেখা যাবে।
তবে অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইউটিউবেও যে কেউ ইচ্ছামতো অন্যদের ট্যাগ করতে পারবেন না। বরং, ট্যাগ হওয়ার জন্য অপর পক্ষের সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ, কোলাবোরটের হিসেবে তালিকাভুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ক্রিয়েটরকে আমন্ত্রণ গ্রহণ করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে মধ্যে তুমুল প্রতিযোগিতায় বেশ পিছিয়ে রয়েছে অ্যাপল। কারণ, এখন পর্যন্ত এআইভিত্তিক কোনো উল্লেখযোগ্য ফিচার আনতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি সেই ধারা বদলাতে উদ্যোগী হয়েছে অ্যাপল। চ্যাটজিপিটির মতো একটি এআই অ্যাপ তৈরির লক্ষ্য নিয়ে নতুন একটি বিশেষ দল গঠন করেছে..
২ ঘণ্টা আগেক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলাপ করেন অনেকেই। তবে সম্প্রতি জানা যায়, প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ব্যক্তিগত কথোপকথন গুগলসহ বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখা যাচ্ছিল। সমস্যাটি বর্তমানে ঠিক করা হলেও ব্যবহারকারীদের অনলাইন গোপনীয়তা..
৫ ঘণ্টা আগেবর্তমানে বাংলাদেশে ইউটিউব একটি বড় আয়ের মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে। তরুণদের মধ্যে ইউটিউব চ্যানেল খুলে কনটেন্ট তৈরি করে আয় করার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে অনেকেই জানেন না—বাস্তবে ইউটিউব থেকে কত ভিউতে কত আয় হয়।
৮ ঘণ্টা আগেএআই চ্যাটবট কি একদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? নতুন এক গবেষণা বলছে, হ্যাঁ পারে। এটি আর নিছক বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো দিন দিন আরও তীক্ষ্ণ ও ধূর্ত হয়ে উঠছে।
১৬ ঘণ্টা আগে