২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়।
গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে।
২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
বিভিন্ন তথ্যসূত্রের মতে, ২০২৪ সালে উইন্ডোজ ১২ বাজারে ছাড়া হবে। তথ্যটি সঠিক হলেও উইন্ডোজ ১২ আপডেট বিনামূল্যে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ ১২ তে এআইভিত্তিক অনেক ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া গত নভেম্বরে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করছে মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন। ২৩ এইচ ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে-ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।
২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়।
গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে।
২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
বিভিন্ন তথ্যসূত্রের মতে, ২০২৪ সালে উইন্ডোজ ১২ বাজারে ছাড়া হবে। তথ্যটি সঠিক হলেও উইন্ডোজ ১২ আপডেট বিনামূল্যে পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। উইন্ডোজ ১২ তে এআইভিত্তিক অনেক ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া গত নভেম্বরে উইন্ডোজ ১১-এর নতুন আপডেটের সঙ্গে চ্যাটবটযুক্ত করছে মাইক্রোসফট। কো–পাইলটের নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমের নতুন সংযোজন। ২৩ এইচ ২ নামে নতুন উইন্ডোজ ১১ আপডেটে কোপাইলটসহ অন্যান্য ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে-ক্লিপচ্যাম্পে (ভিডিও এডিটিং টুল) অটো কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআইভিত্তিক মাইক্রোসফট পেইন্ট।
টিসিএস জানিয়েছে, এই কর্মী ছাঁটাইয়ের মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। একই সঙ্গে সংস্থাটি নতুন বাজারে প্রবেশ করছে এবং বিশ্বজুড়ে প্রযুক্তির চাহিদা অনিশ্চিত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিসিএস আশ্বস্ত করেছে, এই পরিবর্তনের কারণে ক্লায়েন্টদের
২৯ মিনিট আগেযুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৯ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
১০ ঘণ্টা আগে